Advertisement
Us Bangla Airlines
দর্শকদের দিকে তেড়ে গেলেন পাক অলরাউন্ডার, কারণ কী?

দর্শকদের দিকে তেড়ে গেলেন পাক অলরাউন্ডার, কারণ কী?

খেলা ডেস্ক

০৫ এপ্রিল ২০২৫, ১৭:৩১

পাকিস্তান ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়নস ট্রফিতে ধরাশায়ী হওয়ার পর নিউজিল্যান্ডে গিয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে সালমান আঘারা। এরপর ওয়ানডে সিরিজে দেখিয়ে দেওয়ার গল্প শুনিয়েছিল দেশটির খেলোয়াড়েরা। কিন্তু সেখানে বাবর আজম, রিজওয়ানদের মতো অভিজ্ঞরা যুক্ত হলেও ফলাফলে পরিবর্তন আসেনি।

অনিভজ্ঞ কিউই দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছিল রিজওয়ানরা। সিরিজের শেষ ম্যাচে দারুণ শুরুর পরেও নিজের দুর্বলতা লুকিয়ে রাখতে পারেনি পাকিস্তান। মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৪৩ রানে হেরে ধবলধোলাই হয়েছে রিজওয়ানের দল

হোয়াইটওয়াশ হওয়ার দিনে আরেকটি লজ্জাজনক ঘটনার জন্ম দিয়েছে পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। বাউন্ডারি লাইনে থাকা দর্শকদের সঙ্গে তর্কে জড়িয়েছেন এই ক্রিকেটার। কিছুক্ষণ তর্কের পর দর্শকদের দিকে তেড়ে যান তিনি। নিরাপত্তাকর্মী তাঁকে না আটকালে হয়তো হাতাহাতিই হয়ে যেত।

খুশদিল শাহের এমন আচরণের কারণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘ম্যাচে বিদেশি দর্শকরা মাঠে উপস্থিত ক্রিকেটারদের উদ্দেশ্যে অনুপযুক্ত মন্তব্য করছিল। দর্শকদের এমন মন্তব্যে ক্রিকেটার খুশদিল শাহ এগিয়ে এসে তাদের সংযত হওয়ার অনুরোধ করেন।’

‘খুশদিলের অনুরোধের প্রতিক্রিয়ায় আফগান দর্শকরা পশতু ভাষায় আরও অনুপযুক্ত ভাষা ব্যবহার করে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলে। পরে পাকিস্তান দলের অভিযোগের পর স্টেডিয়ামের কর্মকর্তারা দুই বিশৃঙ্খলা সৃষ্টিকারী দর্শককে বের করে দেন।’

পাকিস্তানি গণমাধ্যম ডন নিউজেও একই তথ্য জানানো হয়েছে। সেই প্রতিবেদনটিতে বলা হয়, ‘দুজন আফগান নাগরিকই পুরোটা সময় ক্রিকেটারদের নাম ব্যবহার করে তীর্যক বাক্য ছুঁড়ে দিচ্ছিল। খুশদিল তাদের থামতে বললেও তারা থামেননি। এরপরেই মেজাজ হারান তিনি।’

নিউজিল্যান্ড সফরের খুশদিলের মেজাজ হারানোর ঘটনা এবারই প্রথম নয়। ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউই পেসার জাকারি ফোকসের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। যে কারণে তাঁকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

এমআই