
ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে মুখ খুললেন আনচেলত্তি
খেলা ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ২১:৩৫
আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে পরাজয়ের পর কোচ পরিবর্তনের গুঞ্জন চলছে ব্রাজিলের ফুটবল পাড়ায়। বিশ্বকাপ বাছাইপর্বে কাঙ্ক্ষিত ধারাবাহিকতার অভাবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের বিদায় ঘণ্টা বাজার সম্ভবনাই বেশি। এমনকি তার বিদায়ের গুঞ্জনের মাঝে সম্ভাব্য কয়েকজন কোচের নামও ওঠে এসেছে আলোচনায়।
তালিকায় সবচেয়ে জনপ্রিয় নামটি কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগেও তাকে পাওয়ার দৌড়ে জোরেশোরে নেমেছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ। তবে শেষ পর্যন্ত তাকে আর পাওয়া যায়নি।
ব্রাজিল কোচ দরিভালের বাজে অবস্থায় পুনরায় আলোচনায় এসেছেন আনচেলত্তি। একইসঙ্গে তাকে না পেলে ব্রাজিল একাধিক বিকল্পও ঠিক করে রেখেছে বলে শোনা যাচ্ছে। এবার রিয়াল মাদ্রিদের সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ হওয়ার প্রসঙ্গে করা এক প্রশ্নে উত্তর দিয়েছেন রিয়ালের মাস্টারমাইন্ড।
আনচেলত্তি বলেন, ‘আমি ব্রাজিলের প্রশংসা করি। কিন্তু তাদের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি, ফেডারেশন কিংবা আমি নিজেও কথা বলিনি কারও সঙ্গে। আমার পুরো মনোযোগই এখন রিয়াল মাদ্রিদের প্রতি। একটি বিষয় পরিস্কার যে রিয়ালের সঙ্গে আমার চুক্তি আছে এবং তাদের হয়ে শিরোপা জেতায় ফোকাস রাখছি। আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে এখানে।’
ইতালিয়ান এই মাস্টারমাইন্ড আরও বলেন, ‘ব্রাজিলের সমর্থক ও খেলোয়াড়দের জন্য আমার অনেক টান রয়েছে।’ স্প্যানিশ চ্যাম্পিয়নশিপে লেগানেসের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন আনচেলত্তি। তার সঙ্গে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও’র কথা হয়েছে কি না এমন প্রশ্নে রিয়াল কোচ বলেন, ‘ব্রাজিলকে কোচিং করানোর বিষয়ে রোনালদোর সঙ্গে আমার কথা হয়েছে এমন কিছু স্মরণে নেই। আমাদের দেখা হয়েছিল এবং আমরা অনেক বিষয়ে কথা বলেছি, কিন্তু সেখানে এমন কিছু ছিল না।’
এদিকে, আনচেলত্তির সঙ্গে রিয়াল নতুন করে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তি করেছে। যদিও তার আশা ২০২৯ পর্যন্ত দলটির দায়িত্বে থাকা। এরই মাঝে আবার ব্রাজিলের দায়িত্ব নেওয়াও কঠিন, কারণ ক্লাব বিশ্বকাপের জন্য তিনি আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।
এমআই