
সেলতা ভিগোকে বার্সা মনে করে প্রতিশোধ তুলল রিয়াল!
খেলা ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫, ১৬:১৯
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৫-২ ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। লজ্জার পরাজয়ের পর কোপা দেল রের ম্যাচে সেলতা ভিগোর বিপক্ষে খেলতে নামে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের মাঝে সেলতার খেলোয়াড়েরা কাঁপন ধরালেও বড় ব্যবধানে ম্যাচ জিতে রিয়াল। সবশেষ ম্যাচে ৫ গোল হজম করা রিয়াল এ ম্যাচে প্রতিপক্ষের জালে ৫ বার বল পাঠান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেলতা ভিগোকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সুপার কাপের ফাইনালে কাতালানদের কাছে একই ব্যবধানে হেরেছিল ভিনিসিয়ুসরা। লস ব্লাঙ্কোসদের এমন পরাজয়ের পর সেলতা ভিগোকেই যেন বার্সা মনে করেছিল কার্লো আনচেলত্তির দল। তাতেই সমান ব্যবধানে ম্যাচ জিতেছে জুড বেলিংহামদের দল।
— Real Madrid C.F. (@realmadrid) January 17, 2025
বার্সার মতো এ ম্যাচে অবশ্য এত আধিপত্য দেখাতে পারেনি মাদ্রিদের দলটি। সেলতা ভিগোকে ৫-২ ব্যবধানে হারাতে দলটির খেলতে হয়েছিল ১২০ মিনিট। এর আগে প্রথমার্ধে গোলের দেখা পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৭ মিনিটে কিলিয়ান এমবাপের জোরাল শটে প্রথম গোলের দেখা পায় আনচেলত্তির শিষ্যরা।
এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় তারা। দিয়াসের দারুণ পাস পেয়ে ৪৮তম মিনিটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে কামাভিঙ্গার ভুলে ৮৩তম মিনিটে ব্যবধান কমায় সেলতা ভিগো। নিজেদের ডি-বক্সের পাশে ভুল পাস দিয়ে বসেন ফরাসি মিডফিল্ডার। বল পেয়ে অরক্ষিত বাম্বাকে খুঁজে নেন পাবলো দুরান। ঠাণ্ডা মাথায় বাকিটা সারেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সে বাম্বাকে রিয়ালের রাউল আসেন্সিও ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সেলতা ভিগো। সেখান থেকে সফল স্পট কিকে সমতা ফেরান আলোনসো। এরপরই রিয়ালের মাঝে যেন পরাজয়ের আশঙ্কা চেপে বসেছিল।
তবে অতিরিক্ত সময়ে দুর্দান্ত শটে রিয়ালকে আরেকবার এগিয়ে নেন এন্দ্রিক। ১১২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ব্যবধান আরও বাড়ান ভালভার্দে। ১১৯তম মিনিটে ব্যবধানে ৫-২ করে জয় নিশ্চিত করেন এন্দ্রিক। এন্দ্রিকের দুর্দান্ত পারফরম্যান্সে রিয়ালের ৫ম খেলোয়াড় হিসেবে অতিরিক্ত সময়ে জোড়া গোল করার কীর্তি গড়লেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।
এর আগে এই কীর্তি ছিল সান্তিয়াগো বার্নাব্যু (১৯১৬), সোতেরো আরনগুরান (১৯১৬), সান্তিলানা (১৯৮৬) ও ক্রিস্টিয়ানো রোনালদোর (২০১৬ ও ২০১৭)।
এমআই