Advertisement
Us Bangla Airlines
ভারতের পর পাকিস্তান, এসিসির নতুন প্রেসিডেন্ট যিনি

ভারতের পর পাকিস্তান, এসিসির নতুন প্রেসিডেন্ট যিনি

খেলা ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ২১:২৫

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছিলেন ভারতের জয় শাহ। বিসিসিআই সচিবের পদ ছেড়ে গেল বছর তিনি আইসিসির চেয়ারম্যান পদে আসীন হয়েছেন। ফলে এসিসির সভাপতি পদটি এতদিন শূন্য ছিল। যদিও সেখানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা।

এবার নির্বাচিত নতুন প্রেসিডেন্ট পেল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এসিসির সভাপতি পদে দায়িত্ব পালন করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। ২০২৪ সালে তিনি পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এক বছরের মাথায় নতুন দায়িত্ব পেলেন এই পিসিবি নেতা।

আজ (৩ এপ্রিল) বিকেলে এসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সকল সদস্যের সম্মতিক্রমে মহসিন নাকভিকে এসিসির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ সূত্রে জানা যায়, এসিসি প্রেসিডেন্ট হিসেবে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন মহসিন নাকভি। যিনি পিসিবি চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন। ফলে এসিসি ও পিসিবির দায়িত্ব একই সময়ে ছাড়বেন পাকিস্তানের মন্ত্রীত্ব সামলানো এই সংগঠক।

উল্লেখ্য, পাকিস্তানের ১১তম সংগঠক হিসেবে এসিসির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন মহসিন নাকভি। এসিসির সবশেষ পাকিস্তানি প্রেসিডেন্ট ছিলেন এহসান মানি। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। ভারতের জয় শাহের পর এবার পাকিস্তানি সংগঠকের হাতে অর্পিত হলো এসিসির দায়িত্ব।

এমআই