Advertisement
Us Bangla Airlines
শচীন কন্যার চমক, কিনলেন মুম্বাই দলের মালিকানা!

শচীন কন্যার চমক, কিনলেন মুম্বাই দলের মালিকানা!

খেলা ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ১৮:১৭

জাতীয় দলের জার্সিতে মাত্র ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ক্রিকেটর বরপুত্র শচীন টেন্ডুলকার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই সংখ্যাটা অনেক বেশি। ঘরোয়া লিগ, আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে মোট ৯৬টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। মুম্বাইয়ের ঘরের ছেলে শচীন আইপিএল ক্যারিয়ারের পুরোটা সময় মুম্বাইয়ের সঙ্গে ছিলেন।

মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে ৭৮ ম্যাচে ৩৪ গড়ে ২৩৩৪ রান করেছিলেন ভারতের লিটল মাস্টার। এরপর ক্রিকেটকে বিদায় জানালেও শচীনকে এখনো মুম্বাই দলের সঙ্গে দেখা যায়। দলটির কোচ কিংবা বিশেষ কোনো পদে না থাকলেও খণ্ডকালীন মেন্টর হিসেবে মুম্বাইয়ের সঙ্গে কাজ করেন শচীন। একই দলে খেলেন তার ছেলে অর্জুন টেন্ডুলকার।

বাবা-ভাই পেশাদার ক্রিকেটার হলেও শচীন কন্যা সারা টেন্ডুলকার নারী ক্রিকেট বা ক্রিকেট সংশ্লিষ্ট কিছুর সঙ্গে জড়িত ছিলেন না। ইনস্টাগ্রাম ঘুরলে সারাকে মডেল হিসেবে বিবেচনা করা যায়। তবে এবার ক্রিকেটের সঙ্গে জড়ালেন সারা টেন্ডুলকার। টি-টোয়েন্টি লিগে মুম্বাই দলের মালিকানা কিনেছেন তিনি। তবে সেটা মুম্বাই ইন্ডিয়ানস দল নয়।

‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বাইয়ের দল কিনেছেন সারা। অবশ্য এটি ক্রিকেট মাঠে খেলা হয় না, বরং ইন্টারনেটভিত্তিক গেম। রিয়াল ক্রিকেট নামের একটি গেমে এই লিগ খেলা হয়। এর আগে দুই মৌসুম খেলা হয়েছে। এই গেম খেলতে হলে নাম নথিভুক্ত করতে হয়। প্রথম মৌসুমে ২ লাখ নাম নথিভুক্ত হয়েছিল। দ্বিতীয় মৌসুমে তা বেড়ে হয়েছে ৯ লাখ ১০ হাজার।

মুম্বাই দল কিনতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সারা টেন্ডুলকার। তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন নতুন প্রতিভার সঙ্গে যুক্ত হয়ে একটা ভাল দল তৈরি করার চেষ্টা করব। আশা করছি, সামনের দিনে আরও অনেকে এই খেলায় উৎসাহিত হবে।’

এমআই