
বউয়ের মোবাইল নম্বর কী নামে সেভ করেছেন তাসকিন?
খেলা ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ১৫:৫৭
স্পিন বোলারের দেশ হিসেবেই বিশ্ব ক্রিকেটে পরিচিত ছিল বাংলাদেশ। সেই ধারায় কিছুটা পরিবর্তনের ঝলক দেখিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে ইনজুরির বিড়ম্বনা আর যোগ্য সঙ্গীর অভাবে মাশরাফির পেস যুদ্ধ খুব একটা দীর্ঘায়িত হয়নি। মাশরাফির সহচার্যেই জাতীয় দলে বেড়ে ওঠেছেন পেসার তাসকিন আহমেদ।
২০১৪ সাল থেকে একসঙ্গে জুটি বেঁধে বল করতেন এই দুই বোলার। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে তাসকিন-মাশরাফির একত্রে বুকে বুক মিলানো এখনো স্মৃতি হয়ে আছে। বয়সের তাড়নায় মাশরাফি জাতীয় দল ছেড়েছেন অনেক আগেই। সেই বিশ্বকাপে তাসকিন, ম্যাশের সঙ্গে বল করা রুবেল হোসেনও দল থেকে বাদ পড়েছেন।
খারাপ সময়ে ডুবেছিলেন তাসকিনও। বাজে ফর্মের কারণে ২০১৯ বিশ্বকাপে খেলতে যেতে পারেননি এই পেসার। সেবার সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন তাসকিন। এরপর আসে করোনা মহামারি। তাসকিনের সেই অশ্রু করোনায় সাফল্যের সুতিকাগার হিসেবে রূপ নিয়েছে। মহামারি কাটিয়ে ক্রিকেট শুরু হতেই জাতীয় দলে সুযোগ পান তাসকিন।
লাল-সুবজের জার্সিতে সেবার ভিন্ন এক তাসকিনের প্রত্যাবর্তন হয়েছিল। পর্যায়ক্রমে দেশসেরা ফাস্ট বোলার হয়ে ওঠলেন এই ডানহাতি। এরপর শুরু হয় ফাস্ট বোলিং ইউনিটের নেতৃত্ব। তাসকিন এখন পেস ইউনিটের অঘোষিত নেতা। সতীর্থদের নানান টিপস আর অনুপ্রেরণায় তাসকিন পুরো ইউনিটকে মাতিয়ে রাখেন।
গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। তাতে হাতেগোনা কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলেছিল টাইগাররা। সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তাসকিন আহমেদ। ফলে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজেডেনের বর্ষসেরা একাদশে সুযোগ পেয়েছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার। এমনকি সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও উজ্জ্বল ছিল তাসকিনের পারফরম্যান্স।
চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা নেই। ফলে বিসিবির পরামর্শে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে ডিপিএলে ফিরেছেন ঢাকা এক্সপ্রেস। আসন্ন ঈদকে ঘিরে বর্তমানে ডিপিএল বন্ধ রয়েছে। ক্রিকেটাররা ঈদ উদযাপনে গ্রামে পাড়ি জমিয়েছেন। তবে ঢাকার সন্তান হওয়ায় পরিবারের সঙ্গে ঢাকাতেই ঈদ করবেন তাসকিন আহমেদ।
দেশের প্রচলিত এক গণমাধ্যমে ঈদ এবং ব্যক্তিগত জীবন নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন তাসকিন। যেখানে নিজের স্ত্রী-সন্তানদের নিয়ে কথা বলেছেন এই ক্রিকেটার।
মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপে কার সঙ্গে চ্যাটিং করে বেশি মজা লাগে, এমন প্রশ্নে তাসকিন উত্তর দেন ‘আমার স্ত্রী (রাবেয়া)।’ দীর্ঘদিনের প্রেম, প্রণয়, পরিণতি থেকে রাবেয়াকে জীবনসঙ্গীনি হিসেবে পেয়েছেন তাসকিন। ২০১৭ সালের ১ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই ক্রিকেটার। স্ত্রী রাবেয়ার মোবাইল নম্বর কী নামে সেভ করেন তাসকিন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আনকন্ডিশনাল লাভ।’
সাক্ষাৎকারে ক্রিকেট নিয়েও কথা বলেছেন তাসকিন আহমেদ। বাইশ গজে কোন কীর্তি গড়ার স্বপ্ন দেখেন প্রতিনিয়ত? এমন প্রশ্নে টাইগার পেসার বলেন, ‘খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। সেটা বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ—যেটাই হোক না কেন। একটা বড় ট্রফি ধরতে পারলে খুব ভালো লাগত। আর বোলিংয়ে প্রতি ম্যাচে ৫ উইকেট মারতে ইচ্ছা করে। কিন্তু সেটা কি আর হয়!’
ক্রিকেট মাঠে সব সময় হাসিখুশি থাকতে দেখা যায় তাসকিনকে। তবে মাঝেসাঝে রাগ আর বিরক্তির বিড়ম্বনায় পড়েন এই ক্রিকেটার। দেশসেরা এই ফাস্ট বোলার জানান, কেউ যদি অহেতুক ছোট করে, অপমান করে বা অসম্মান করে কথা বলে- তবেই রেগে যান তিনি।
এমআই