
আইপিএল থেকে এসেছিল প্রস্তাব, খেলা নিয়ে যা ভাবছেন তাসকিন
খেলা ডেস্ক
২২ মার্চ ২০২৫, ১৫:০৭
বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা বাকি। গেল কয়েক বছর ধরে আইপিএলে বাংলাদেশের অন্তত ক্রিকেটার খেলতোই। তবে এবার ড্রাফটে সুযোগ পায়নি কোনো ক্রিকেটার। ফলে বাংলাদেশি ক্রিকেটার ছাড়াই আইপিএল দেখতে বসবে টাইগার ক্রিকেট ভক্তরা।
ড্রাফট থেকে দল না পেলেও সম্প্রতি তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগ করেছে লখনৌ সুপার জায়ান্টস। নির্দিষ্ট শর্তসাপেক্ষে টাইগার পেসারকে দলে অন্তর্ভুক্ত করতে চায় এই দল। ইতোমধ্যে লখনৌর একাধিক পেসার চোটে পড়েছেন। চোটের মিছিল বাড়লে এবং খেলোয়াড় সংকট দেখা দিলে তাসকিনকে অন্তর্ভুক্ত করতে চায় চায় দলটি।
গতকাল এক ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘লক্ষ্ণৌ যোগাযোগ করেছিল আমি খেলতে পারবো কিনা। যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তাই তারা হয়তো চিন্তা ভাবনা করছিল, তাই যোগাযোগ করেছিল। যদি রিপ্লেসমেন্টে তাদের কল আসে... যদি আমাদের কারোর কল আসে তবে আশা করি আমরা এবার এনওসি পাবো।’
এর আগের মৌসুমেও আইপিএল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার যদি সেই সুযোগ আসে তাহলে বিসিবি থেকে এনওসি পেতে সমস্যা হবে না বলে মনে করছেন তাসকিন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত তাদের তো রিপ্লেসমেন্ট এর প্রয়োজন হতে হবে। যদি প্রয়োজন হয় তখন যদি আল্লাহর রহমতে ফিট থাকি। তখন এনওসি চাওয়ার ব্যাপার আসবে... আর এনওসি নিয়ে কথা হয়েছে বোর্ডের সাথে। যদি আমরা কেউ দল পাই সেক্ষেত্রে এ বছরে এনওসিতে সমস্যা হওয়ার কথা না।’
এমআই