Advertisement
Us Bangla Airlines
আইপিএলে যুক্ত হচ্ছে যেসব নতুন নিয়ম

আইপিএলে যুক্ত হচ্ছে যেসব নতুন নিয়ম

খেলা ডেস্ক

২১ মার্চ ২০২৫, ১৫:০৫

রাত পোহালেই শুরু হচ্ছে আইপিএলের ১৮তম আসর। ইডেন গার্ডেনসে আগামীকাল রাত ৮টায় কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন আসরকে গিয়ে গতকাল অধিনায়কদের প্রচলিত সাক্ষাৎ (ক্যাপ্টেন্স মিট) অনুষ্ঠিত হয়েছে। মুম্বাইয়ের বিসিসিআই কার্যালয়ে এই আয়োজন সেরেছে বিসিসিআই। সেখানেই অধিনায়কদের মতামতের ভিত্তিতে কিছু নিয়ম যুক্ত হচ্ছে এবারের আইপিএলে।

ক্রিকেটে স্লো ওভার রেটের কারণে জরিমানা করার বিধান নতুন নয়। তবে আইপিএলে এর সঙ্গে যুক্ত ছিল অধিনায়কদের জন্য নিষেধাজ্ঞার মতো শাস্তি। তবে শাস্তির এমন বিধান অযৌক্তিক মনে করছে অধিনায়কেরা। এছাড়া বোলারদের রিভার্স সুইংয়ের সুবিধা দিতে বল শাইন, আম্পায়ারের সিদ্ধান্তে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিসহ আরও একাধিক নিয়ম যুক্ত হচ্ছে আইপিএলের এবারের মৌসুমে। 

নিষিদ্ধ হার্দিক পান্ডিয়া, মুম্বাইয়ের প্রথম ম্যাচে অধিনায়ক যিনি

স্লো ওভার রেটে নতুন নিয়ম

গেল মৌসুমের এক ম্যাচে স্লো ওভার রেটের কারণে এবারের আসরে প্রথম ম্যাচে নিষেধাজ্ঞায় রয়েছেন হার্দিক পান্ডিয়া। তাকে ছাড়াই নিজেদের প্রথম ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এমন নিয়মে পরিবর্তন আসতে চলেছে আইপিএল। 

ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, অধিনায়ককে ডিমেরিট পয়েন্ট দিয়ে শাস্তি দেওয়া হবে, তবে স্লো ওভার-রেটের জন্য তারা কোনো ম্যাচ নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন না। লেভেল-১ অপরাধের জন্য ২৫ থেকে ৭৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হবে এবং ডিমেরিট পয়েন্ট নির্ধারিত হবে, যা গণনা করা হবে পরবর্তী তিন বছর পর্যন্ত। আবার কেউ লেভেল-২ অপরাধ করলে চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।

এক সূত্র জানিয়েছে, প্রতি চারটি ডিমেরিট পয়েন্ট জমা হলে, ম্যাচ রেফারি শতভাগ জরিমানা বা অতিরিক্ত ডিমেরিট পয়েন্ট আরোপ করতে পারেন। এই ডিমেরিট পয়েন্ট ভবিষ্যতে ম্যাচ নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তবে শুধুমাত্র স্লো ওভার-রেটের জন্য তাৎক্ষণিকভাবে কোনো ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

আইসিসির নিষিদ্ধ নিয়ম চালু করবে আইপিএল!

থাকছে থুথু ব্যবহার

বলে থুতু ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল করোনা মহামারির সময়। কোভিডের আশঙ্কা থেকে খেলোয়াড়দের মুক্তি পেতে এই নিয়ম চালু করেছিল আইসিসি। কিন্তু কোভিডের পর কয়েক বছর পেরিয়ে গেলেও নিয়মে পরিবর্তন আসেনি। বরং এখনও চলছে সেই নিয়ম। বিষয়টি মানতে পারছেন না বিশ্ব ক্রিকেটের পেসাররা। কারণ, পেস বলে রিভার্স সুইংয়ের জন্য থুথু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 

এমনকি এ বিষয়ে স্পিনারদেরও জোর আপত্তি রয়েছে। বলের এক পাশের উজ্জ্বলতা তাদেরও বাড়তি সুবিধা দেয়। সবমিলিয়ে বোলারদের সুবিধা দিতে নিয়মে পরিবর্তন আনছে আইপিএল।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো সূত্রে জানা যায়, আইপিএলের অধিনায়কদের সভায় বলে থুথু ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়। এই ইস্যুতে অধিকাংশ অধিনায়ক থুথু ব্যবহারের পক্ষে ভোট প্রদান করায় নিয়মটি আইপিএলে চালু করতে যাচ্ছে বিসিসিআই। তাতে বোলাররা নিজেদের বোলিংয়ে রিভার্স সুইংয়ের আলাদা মাত্রা যোগ করতে পারবেন।

ওয়াইডের সিদ্ধান্তে বাড়ছে প্রযুক্তির ব্যবহার 

ওয়াইড বল নিয়ে গত আসর থেকে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিতে পারতেন ক্রিকেটাররা। তবে এবার পরিবর্তন এসেছে আইপিএলের ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবহারের নীতিমালায়ও। এর আগে আম্পায়ারের দেওয়া ওয়াইড-নো বলের সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করতে পারলেও এখন থেকে উচ্চতাজনিত ওয়াইড এবং অফ-স্টাম্পের বাইরের ওয়াইড বলের ক্ষেত্রেও ডিআরএস রিভিউ নেওয়া যাবে। 

আইপিএলে আসছে ‘দুই বল’ নীতি

দুই বল নীতিতে প্রবেশ করছে এবারের আইপিএল। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এটা নতুন নিয়ম। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলে রাতের ম্যাচের দ্বিতীয় ইনিংসের একাদশ ওভারের পর আরেকটি বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। শিশিরের প্রভাবের কথা চিন্তা করেই এমন পথে হাঁটছে তারা।

একই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সেখানে বলা হয়েছে, দ্বিতীয় ইনিংসের একাদশ ওভারের পর আম্পায়াররা বল পরীক্ষা করবেন। যদি অত্যধিক শিশির থাকে, তাহলেই কেবল বোলিং করা দল নতুন বল ব্যবহারের অনুমতি পাবে। তবে সেই বল চকচকে পলিশ করা একেবারে নতুন বল হবে না।

এমআই