
আইপিএলে এমন ক্রিকেটার আগে দেখা যায়নি
খেলা ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ২৩:৫৯
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। নাম, যশ কিংবা খ্যাতি- কোনো কিছুতেই আইপিএলের ধারে কাছে নেই বিশ্বের অন্য কোনো ক্রিকেট প্রতিযোগিতা। ভারতের এই টুর্নামেন্টের নতুন আসর শুরু হতে হাতেগোনা কয়েকদিন বাকি। এর আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের অনুশীলনে শেষ লেপন দিচ্ছে।
আইপিএলকে ঘিরে ব্যস্ত বিশ্ব ক্রিকেটের বিশ্লেষকেরাও। রেকর্ড, পরিসংখ্যান, দুর্বলতা, শক্তিমত্তা নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ চলছে অ্যানালিস্টদের টেবিলে। গণমাধ্যম কর্মীরাও কম যান না। বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে তৈরি করছেন নানান প্রতিবেদন। এবার জানা যাক, আইপিএলের এমন এক বিরল ক্রিকেটারের নাম, যার মতো সাফল্য কারো নেই।
আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে শিরোপা জিতেছেন, এমন খেলোয়াড়ের সংখ্যা মাত্র ৩ জন। দুইজন ক্রিকেটারকে মোটামুটি সব ক্রিকেট ভক্তদেরই চেনার কথা। একজন ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা, আরেকজন কিংবদন্তি স্পিনার হরভজন সিং।
২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে আইপিএলে অভিষেক হয় রোহিত শর্মার। ক্যারিয়ারের প্রথম মৌসুমেই দলটির হয়ে শিরোপা জিতেন এই বিধ্বংসী ওপেনার। এরপর মুম্বাইয়ের জার্সিতে ৫ বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান রোহিত। হরভজন সিং আইপিএলে শিরোপা জিতেছেন চারবার। এরমধ্যে ২০১৩, ২০১৫, ২০১৭ সালে মুম্বাইয়ের হয়ে এবং ২০১৮ সালে চেন্নাইয়ের হয়ে শিরোপা জিতেন তিনি।
আইপিএলে একাধিক দলের শিরোপা জেতার রেকর্ড রয়েছে ভারতের আরেক ক্রিকেটারের, তিনি কর্ণ শর্মা। নামটা খুব পরিচিত না হলেও ভারতের জার্সিতে তিন ফরম্যাটে চার ম্যাচ খেলেছিলেন এই লেগ স্পিনার। এরপর ইনজুরি আর বাজে ফর্মে জাতীয় দলে খেলা হয়নি তার। তবে কোহলিদের সঙ্গে সবশেষ ২০১৪ সালে খেললেও আইপিএলে এক বিরল রেকর্ড করে বসেছেন এই ক্রিকেটার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনটি ভিন্ন দলের হয়ে শিরোপা জিতেছেন কর্ণ শর্মা। পুরো আইপিএলের ইতিহাসে একাধিক দলের হয়ে তার চেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড আর কারো নেই। দুই দলের হয়ে জেতার রেকর্ড আছে শুধু রোহিত এবং হরভজন সিংয়ের। যেখানে কর্ণ শর্মার নামের সঙ্গে রয়েছে তিনটি ভিন্ন দল।
কর্ণ শর্মা তিনটি শিরোপা জিতেছেন আবার পরপর তিন বছরে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে চ্যাম্পিয়নস হন এই লেগস্পিনার। পরের বছরেই তিনি পাড়ি জমান মুম্বাই ইন্ডিয়ানস দলে। সেখানে ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে রোহিতদের শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখেন তিনি। এরপরের বছর, অর্থাৎ ২০১৮ সালে ড্রাফট থেকে চেন্নাই সুপার কিংসে যোগ দেন কর্ণ শর্মা। যেখানে চেন্নাইয়ের চতুর্থ আর নিজের তৃতীয় শিরোপার ভাগিদার হন এই ক্রিকেটার।
টানা তিন বছর শিরোপা জিতে বিরল রেকর্ডেই নাম লেখান ভারত জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। চলতি আসরে ড্রাফটে মুম্বাই ইন্ডিয়ানসে জায়গা পেয়েছেন কর্ণ শর্মা। তাতে শিরোপা জিতলেও রেকর্ডের সংখ্যা কোনো উন্নতি আসবে না। এমনকি চ্যাম্পিয়ন হতে না পারলেও কর্ণকে ছাড়তে পারবেন না কোনো ক্রিকেটার। কারণ, রোহিত এবারও মুম্বাইতেই খেলবেন আর হরভজন সিং আইপিএল ছেড়েছেন বছর কয়েক আগে।
বাকি ক্রিকেটারদেরও কর্ণকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ শিগগিরই আসছে না। কারণ, তাদের দুটো ভিন্ন দলের হয়ে আগে শিরোপা জিততে হবে। সবমিলিয়ে বিরল রেকর্ডে কর্ণ শর্মা নিজের নামের কতদিন প্রতিনিধিত্ব করেন, সেটাই দেখার বিষয়।
এমআই