
সবচেয়ে বেশি রান, সর্বোচ্চ আউট- কোহলির দুর্বলতা কোন ডেলিভারি?
খেলা ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ২২:১৭
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন ভারতীয় কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে কোহলিকে সেরা ব্যাটার বললে ভুল হবে না। রান, গড়, স্ট্রাইক রেট- সব পরিসংখ্যানেই কোহলি বাকিদের তুলনায় এগিয়ে রয়েছেন। মাঝে বেশ কিছুদিন রান খরায় ভুগেছিলেন এই ব্যাটার। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে যেন পুনরায় নিজেকে খুঁজে পেয়েছেন কোহলি।
আন্তর্জাতিক অঙ্গন ছাড়াও ঘরোয়া লিগে সমৃদ্ধ কোহলির রেকর্ড। আইপিএলে নিয়মিত রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরুরে খেলা এই ব্যাটার ইতোমধ্যে ৮ হাজার রান পার করেছেন। আরসিবির হয়ে ২৪৪ ইনিংস ব্যাট করে কোহলি করেছেন ৮০০৪ রান। যেখানে ৩৮ গড়ের সঙ্গে স্ট্রাইক রেট ১৩১। আট শতকের সঙ্গে ৫৫টি অর্ধশতকের রয়েছে কোহলির নামের সঙ্গে।
আইপিএলে ২০১৯ থেকে এখন পর্যন্ত ভিতরে ঢোকা বলে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। ৩৯ গড় এবং ১৪০ স্ট্রাইক রেটে ৬৭৪ রান করেছেন তিনি। তবে একই বলে কোহলি সবচেয়ে বেশি আউট হয়েছেন। বলের ধরণ বিবেচনায় ভিতরে ঢোকা বলে ১৭ বার উইকেট হারিয়েছেন কোহলি, যেখানে বলের ওপর তার নিয়ন্ত্রণ ছিল ৭৩ শতাংশ।
অফ স্টাম্পের বাইরের বলে নান্দনিক কাভার ড্রাইভে খেলেন কোহলি। তবে একই ডেলিভারিতে তার আউট হওয়ার খবর পুরো বিশ্ব জানে। আইপিএলে ২০১৯ সাল থেকে বেরিয়ে যাওয়া বলে মোট ১৬ বার আউট হয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার। এসব বলে তার স্ট্রাইক রেটও সবচেয়ে বেশি, ১৪৪। তবে গড় মাত্র ২৮।
স্পিনারদের অফ ব্রেক বলে কোহলির সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ (৮০ শতাংশ) থাকলেও রান করার ক্ষমতা বাকি ডেলিভারির তুলনায় কম। মাত্র ২৪ গড় এবং ১০৭ স্ট্রাইক রেটে এই ডেলিভারিতে ১২০ রান করেছেন তিনি। তবে অফ ব্রেক বলে এখন পর্যন্ত আউট হয়েছেন মোটে ৫ বার। এছাড়া গুগলিতে কোহলির গড় ৩৫, বাউন্সারে ২৪, বাঁহাতি অর্থডক্সে ৭০ এবং রির্ভাস সুইং বলে ১৭ গড়ে ব্যাট করেছেন তিনি।
এমআই