Advertisement
Us Bangla Airlines
নিষিদ্ধ হার্দিক পান্ডিয়া, মুম্বাইয়ের প্রথম ম্যাচে অধিনায়ক যিনি

নিষিদ্ধ হার্দিক পান্ডিয়া, মুম্বাইয়ের প্রথম ম্যাচে অধিনায়ক যিনি

খেলা ডেস্ক

১৯ মার্চ ২০২৫, ১৯:৪০

দুয়োধ্বনিতে গেল বছর আইপিএল শেষ করেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বাজে পারফরম্যান্সের সাথে নিজেদের শেষ ম্যাচে হার্দিকের ওপর পড়েছিলো শাস্তির নতুন খড়গ। ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেটা মুম্বাইয়ের শেষ ম্যাচে হওয়ায় সেই শাস্তি এবার হার্দিকের ওপর বর্তাবে। ফলে আইপিএলের চলতি মৌসুমে মুম্বাইয়ের প্রথম ম্যাচে নিষিদ্ধ থাকবেন এই অলরাউন্ডার।

আগামী ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। একদিন পরেই মাঠেই নামবে মুম্বাই ইন্ডিয়ানস। ধোনি-গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে রোহিত শর্মারা। তবে নিষিদ্ধ হওয়ার কারণে সেই ম্যাচে থাকতে পারবেন না হার্দিক পান্ডিয়া। ফলে প্রথম ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক খুঁজে নিয়েছে ৫ বার শিরোপা জেতা মুম্বাই।

আইপিএলের এক দলেই ভারতের সব অধিনায়ক, চিন্তা বাড়াবে কি?

চলতি আসরের মুম্বাইয়ের প্রথম ম্যাচে দলটিকে নেতৃত্ব দেবেন ভারত জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। নতুন আসর শুরুর পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলটির নিয়মিত অধিনায়ক হার্দিক। তিনি বলেন, ‘সূর্যকুমার যাদব ভারতকেও নেতৃত্ব দিয়েছে। সে এবার মুম্বাইকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবে, আমার অনুপস্থিতিতে এটাই সঠিক পছন্দ।’

আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে মুম্বাইয়ের পক্ষে হাজির হয়েছিলেন প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনেও। নিজেদের প্রথম ম্যাচে সূর্যকুমারের অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবেও যোগাযোগ করেছি যে হার্দিক এক ম্যাচ মিস করতে যাচ্ছে। সুর্য দলকে নেতৃত্ব দেবে এবং এভাবেই আমরা এগিয়ে যেতে চাই।’

এর আগে আইপিএলের মেগা নিলামের আগে মুম্বাই ১৬.৩৫ কোটি রুপিতে হার্দিককে ধরে রাখে মুম্বাই। যদিও তার নেতৃত্বে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েই মুম্বাই। এছাড়া ১৮ কোটিতে জাসপ্রিত বুমরাহ, হার্দিকের সমান ১৬.৩৫ কোটি দিয়ে সূর্যকুমার, ১৬.৩০ কোটিতে রোহিত শর্মা এবং ৮ কোটি রুপি মূল্যে তিলক ভার্মাকে ধরে রাখে দলটি।

এমআই