
গাঙ্গুলির ২১ বছরের পুরনো রেকর্ড ভাঙার অপেক্ষায় হার্দিক!
খেলা ডেস্ক
০৮ মার্চ ২০২৫, ১৯:৫২
পর্দা টানার অপেক্ষায় চ্যাম্পিয়নস ট্রফি। আগামীকাল ফাইনাল ম্যাচ দিয়ে সমাপ্তি টানবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। দুবাইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবে ভারত এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির ২১ বছরের বিশ্বরেকর্ড ভেঙে দিতে পারেন হার্দিক পান্ডিয়া।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ২০০৪ সালে সবশেষ খেলতে নেমেছিলেন সৌরভ গাঙ্গুলি। টুর্নামেন্টটিতে মোট ১১ ইনিংস ব্যাট করেছেন এই ক্রিকেটার। তাতে মোট ১৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। যা মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়ের রেকর্ড।
চ্যাম্পিয়নস ট্রফিতে ছয় মারার তালিকায় বাঙালি গাঙ্গুলির পরেই আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আট জাতির এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন হার্দিক। যেখানে ৬ ইনিংসে ১৫টি ছক্কা হাঁকিয়ে যুগ্মভাবে তালিকার দ্বিতীয় স্থানে আছেন এই ডানহাতি ক্রিকেটার। হার্দিকের সঙ্গে দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। ১৫টি ছক্কা মারতে এই বিধ্বংসী খেলেছেন ১৭ ইনিংস।
হার্দিক ছাড়াও গাঙ্গুলির এই রেকর্ড ভাঙতে পারেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। রোহিত এখনও পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ১৪টি ম্যাচে মাঠে নেমেছেন। ১৪টি ইনিংসে ব্যাট করে তিনি হাঁকিয়েছেন ১১টি ছক্কা। ফাইনাল ম্যাচে আর ৭টি ছয় মারতে পারলেই গাঙ্গুলির ২১ বছরের বিশ্বরেকর্ড ভাঙবেন তিনি।
উল্লেখ্য, চলতি আসরে এখন পর্যন্ত ৩ ইনিংস ব্যাট করেছেন হার্দিক পান্ডিয়া। যেখানে ৬টি বাউন্ডারির সঙ্গে মেরেছেন ৫টি ছক্কা। অন্যদিকে ৪ ইনিংস ব্যাট করা ভারতীয় দলপতি ১৪টি বাউন্ডারির পাশাপাশি ছক্কা হাঁকিয়েছেন মাত্র ৩টি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ৫ ব্যাটার
১. সৌরভ গাঙ্গুলি (ভারত)- ১১টি ইনিংসে ১৭টি ছক্কা
২. হার্দিক পান্ডিয়া (ভারত)- ৬টি ইনিংসে ১৫টি ছক্কা
৩. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ১৭টি ইনিংসে ১৫টি ছক্কা
৪. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)- ১০টি ইনিংসে ১৪টি ছক্কা
৫. ইয়ন মরগান (ইংল্যান্ড)- ১৩টি ইনিংসে ১৪টি ছক্কা
এমআই