
হার্দিকের হাতে কত টাকার ঘড়ি, দাম জানলে অবাক হবেন
খেলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৩
ক্রিকেট পাড়ায় একটু আলোচনায় থাকতেই যেন পছন্দ করেন হার্দিক পান্ডিয়া। বাইশ গজের ভেতরে পারফরম্যান্স কিংবা বিচিত্র আলোচনায় নিয়মিত শিরোনামে থাকেন এই ক্রিকেটার। মাঠের বাইরেও নেতিবাচক কারণে খবর হয়েছেন তিনি। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক নারী। সম্প্রতি হয়েছে সংসারের ছাড়াছাড়ি।
বর্তমানে ব্যক্তি জীবনে একাকী হার্দিক ভারতের জার্সিতে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠ মাতাচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে বল হাতেও দারুণ পারফর্ম করেছেন এই অলরাউন্ডার। তবে বল করতে গিয়েই নতুন আলোচনায় এসেছেন হার্দিক পান্ডিয়া। পারফরম্যান্সে নয়, তার হাতে থাকা ঘড়ি নিয়েই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা।

ঘড়ির প্রতি হার্দিকের দুর্বলতা বেশ পুরনো। বিভিন্ন সময়ে নানা বিলাসী ঘড়ি দেখা যায় তার হাতে। এমনকি নিজের ইনস্টাগ্রামে প্রায়ই নতুন ঘড়ির ছবি পোস্ট করেন এই ক্রিকেটার। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে হার্দিকের হাতে যে ঘড়িটি দেখা গিয়েছে তার বাজারমূল্য ১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২১ কোটি টাকারও বেশি।
হার্দিকের ঘড়ির ছবি পোস্ট করে বিভিন্ন ক্রিকেট ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ঘড়িটি রিচার্ড মিলি প্রতিষ্ঠানের। একজন জানিয়েছেন, ঘড়িটির মডেল আরএম২৭-০২-সিএ এফকিউ ট্যুরবিলন রাফায়েল নাদাল স্কেলেটন এডিশন। ভারতের বাজারে এই ঘড়িটির দাম রয়েছে প্রায় ১৫ কোটি রুপি।
এর আগে ২০২১ সালে ঘড়ি কাণ্ডে শিরোনাম হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেবার ভুল তথ্য দিয়ে বিলাসবহুল দুটি ঘড়ি নিয়ে দেশে ফিরছিলেন এই অলরাউন্ডার। কিন্তু ক্রয়ের তথ্য গরমিল হওয়ায় মুম্বাই এয়ারপোর্টের কাস্টমস কর্মকর্তারা সেগুলো জব্দ করেছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, পান্ডিয়া কর ফাঁকি দিতে গিয়ে কাস্টসম কর্মকর্তাদের সঙ্গে মিথ্যা বলেছিলেন। হার্দিকের তথ্য মতে, দুটি ঘড়ির মূল্য মোট ১ কোটি ৮০ লাখ রুপি। একটি ১ কোটি ৪০ লাখ রুপি, অন্যটি ৪০ লাখ রুপি। কিন্তু জানা গেছে, প্যাটেক ফিলিপের ওই দুই ঘড়ির দাম ৫ কোটি রুপি। ফলে তাকে বিমান বন্দরে আটকে রাখা হয়।
এদিকে পাকিস্তানের বিপক্ষে ঘড়ি নিয়ে আলোচনায় আসার দিন বান্ধবী প্রসঙ্গেও শিরোনামে এসেছেন হার্দিক। ভারত-পাকিস্তান মেগা ম্যাচে গ্যালারিতে হার্দিকের চর্চিত বান্ধবী জেসমিন ওয়ালিয়াকে দেখা গিয়েছে। গত কয়েক মাসে ভারতীয় অলরাউন্ডারের সঙ্গে তাঁকে একাধিকবার দেখা যায়। ফলে জেসমিনকে হার্দিকের বান্ধবী সম্বোধন করে সয়লাব হয়েছে সামাজিক মাধ্যম।
এমআই