Advertisement
Us Bangla Airlines
হৃদয়-জাকের থেকে পাকিস্তান শিখতে পারে: রমিজ রাজা

হৃদয়-জাকের থেকে পাকিস্তান শিখতে পারে: রমিজ রাজা

খেলা ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২২

ভারতের বিপক্ষে বাংলাদেশ নিয়মিত ম্যাচ জমিয়ে তুলে। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে যেন সেটাই করে দেখিয়েছিল হৃদয়-জাকের। দুবাইতে ভারতের বিপক্ষে মুড়ি-মুড়কির মতো যেভাবে উইকেট হারাতে শুরু করেছিল বাংলাদেশ, সেখানে শতরানের আগেই সব উইকেট হারানোর শঙ্কা জেগেছিল। কিন্তু ভারতকে পেলে টাইগারদের লড়াই করার মানসিকতা আবার যেন ফিরিয়ে এনেছে।

মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশ সমাপ্তি টেনেছে ২২৮ রানে। যেখানে ষষ্ঠ উইকেটে ২০৬ বলে ১৫৪ রানের জুটি গড়েন জাকের আলী ও তাওহিদ হৃদয়। শেষদিকে হৃদয় ইনজুরিতে না পড়লে বাংলাদেশের স্কোরে আরও কিছু রান হতে পারতো। একইসাথে বাংলাদেশ ৩০-৪০ রান বেশি করলে ম্যাচের ফলাফল অন্যদিকে মোড় নেওয়া অসম্ভব ছিল না। তবুও ক্যাচ মিস, রান আউটের সুযোগ হাতছাড়া বাংলাদেশকে ছিটকে দিয়েছে।

‘পরের ম্যাচে ফিরতে সব কষ্ট সহ্য করতে চাই’

ভারতের দিনে ম্যাচ হেরে যাওয়ার দিনেও আলাদা করে সুনাম কুড়াচ্ছেন জাকের-হৃদয়। মাত্র নবম ওভারে ৫ উইকেট পড়ে যাওয়ার পর এই জুটির কল্যাণে বাংলাদেশ শেষ ওভার পর্যন্ত খেলতে পেরেছে। তাছাড়া মন্থর ও নিচু প্রকৃতির পিচে এই রান করতে যে বেশ কাঠখড় পোহাতে হয়েছে, সেটা ম্যাচ শেষে পরিষ্কার করেছিলেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা।

ম্যাচ শেষে তিনি  হৃদয়-জাকেরের ব্যাটিং নিয়েও প্রশংসা করেছেন। রোহিত বলেন, ‘জাকের ও হৃদয়কে কৃতিত্ব দিতে হবে। তাঁরা বড় জুটি গড়েছে।’ ভারতের বিপক্ষে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করা হৃদয় ক্যারিয়ারের প্রথম শতকেরও দেখা পেয়েছেন। লড়াই করে শতক পাওয়া এই ব্যাটারকে প্রশংসা ভাসিয়েছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

অভিষেক ম্যাচেই হৃদয়-জাকেরের ব্যাটে যত রেকর্ড

ম্যাচ চলাকালেই ভারতের এই ধারাভাষ্যকার এক্সে লিখেন, ‘তাওহীদ হৃদয়ের কথা অনেক দিন ধরে শুনে আসছি। তবে সে সেভাবে কিছু করতে পারেনি। আজকে নিজের ক্লাস দেখিয়েছে।’

ভারতের পর এবার পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা কথা বলেছেন তাওহিদ হৃদয় প্রসঙ্গে। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ হৃদয়ের লড়াই করার মানসিকতা নিয়ে প্রশংসা করেছেন তিনি। একইসঙ্গে হৃদয়-জাকের জুটি থেকে পাকিস্তান ক্রিকেট দলকে শিক্ষা নেওয়ার কথা বলেন তিনি।

রমিজ বলেন, ‘জাকের এবং হৃদয়ের জুটি থেকে চাইলে পাকিস্তান অনেক কিছু শিখতে পারে। ৩৫ রানে ৫ উইকেট পড়ার পর তারা যেভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে এবং ইনিংসটা টেনে নিয়েছে, সেটা অনেক বড় কিছু। পাকিস্তানের কথা বলার কারণ পাকিস্তান এরপর খেলবে বাংলাদেশের বিপক্ষে।’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গেও ম্যাচ আছে। নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়াটা খুবই জরুরি। এখান থেকে (হৃদয়-জাকেরের জুটি) এই শিক্ষা পাওয়া যায় যে হার মানা যাবে না। আপনার মধ্যে যদি সাহস, তাড়না, পরিকল্পনা এবং বিপদ কাটিয়ে ওঠার উপায় জানেন, তাহলে যেকোনো পরিস্থিতি থেকেই বের হতে পারবেন। এই জুটিতে সবই আমরা দেখেছি।’

হৃদয়কে বাংলাদেশ ক্রিকেটের লম্বা রেসের ঘোড়া মনে করছেন পাকিস্তানের এই ধারাভাষ্যকার। টাইগার ব্যাটারের প্রশংসা করতে গিয়ে রমিজ বলেন, ‘হৃদয় বড় শট খেলতে পারে। আগ্রাসী মনোভাব তো আছেই। দৌড়েও রান নিতে পারে। মিডল অর্ডারে দারুণ এক ক্রিকেটার পেয়েছে বাংলাদেশ। যেদিন খেলবে, এমন দুর্দান্ত ইনিংসই দেখা যাবে। এমন দলের (ভারত) বিপক্ষে যে পরিস্থিতিতে সেঞ্চুরি করেছে, অনেক বড় ব্যাপার এটা। এই ইনিংসের (১০০) পর সে অনেক দূর যাবে।’

এমআই