Advertisement
Us Bangla Airlines
অভিষেক ম্যাচেই হৃদয়-জাকেরের ব্যাটে যত রেকর্ড

অভিষেক ম্যাচেই হৃদয়-জাকেরের ব্যাটে যত রেকর্ড

খেলা ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৬

চ্যাম্পিয়নস ট্রফির শুরুতেই নিজেদের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। পাওয়ার প্লেতেই ডাগ আউটে ফেরার মিছিল সেরেছে নাজমুল শান্তের দল। নির্ধারিত দশ ওভার শেষ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। তাতেই গড়েছে লজ্জার রেকর্ড। চ্যাম্পিয়নস ট্রফির আসরে দশ ওভারের আগে এ নিয়ে তিনবার ৫ উইকেট হারালো বাংলাদেশ। 

৩৫ রানে ৫ উইকেটের পরিবর্তে ৩৫-৬ হতে পারতো। কিন্তু স্লিপে দাঁড়িয়ে সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। ক্যাচ মিসে জীবন পেয়ে সময়োপযোগী ইনিংস খেলেন জাকের আলী। হৃদয়কে সাথে নিয়ে গড়েছেন ১৫৪ রানের জুটি। চ্যাম্পিয়নস ট্রফির অভিষেক ম্যাচে এই দুই ব্যাটারের যৌথ অবদানে রেকর্ডের মহড়া দেখেছে টাইগার ভক্তরা।

শতরানের আগে সব উইকেট হারানোর শঙ্কায় পড়া বাংলাদেশকে একাই টানে হৃদয়-জাকের জুটি। দুই ব্যাটার ২০৬ বল থেকে একত্রে ১৫৪ রান করেন। যা বাংলাদেশের হয়ে ষষ্ঠ উইকেটে সর্বাধিক রানের জুটি। এর আগে এই জুটি ছিল জাকের-রিয়াদের। গেল বছর ক্যারিবিয়ানদের সঙ্গে তারা করেছিলেন ১৫০ রান।

চ্যাম্পিয়নস ট্রফিতে ১০ ওভারে ৫ উইকেট হারানোর আরও যত ঘটনা

দলের সর্বোচ্চ জুটির পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফিতেও ইতিহাস গড়েছেন এই দুই ব্যাটার। আইসিসির এই টুর্নামেন্টের ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। ষষ্ঠ উইকেটে এতদিন সর্বোচ্চ ১৩১ রানের জুটি ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০৬ আসরে দুই প্রোটিয়া ব্যাটার জাস্টিন কেম্প ও মার্ক বাউচার পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ওই জুটি গড়েছিলেন। ১৯ বছর আগের সেই রেকর্ড আজ ছাড়িয়ে গেছেন দুই বাংলাদেশি। 

এদিকে অভিষেক ম্যাচে ব্যক্তিগতভাবে মাইলফলক ছুঁয়েছেন জাকের-হৃদয়। চ্যাম্পিয়নস ট্রফির অভিষেক ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তাওহিদ। এর আগে ২০১৭ সালে অভিষেক ম্যাচে খেলতে নেমেই শতকের দেখা পেয়েছিলেন তামিম।

আইসিসির এই টুর্নামেন্টে অভিষেক ম্যাচে সেঞ্চুরি পাওয়া নবম ক্রিকেটার তাওহিদ হৃদয়। তবে নন-ওপেনার হিসেবে শতক পাওয়া দ্বিতীয় ব্যাটার তিনি। বাকি ৭ জন ওপেনার হিসেবে শতকের দেখা পেয়েছেন। 

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেই অর্ধ-শতকের দেখা পেয়েছিলেন বাংলাদেশের চার ব্যাটার। এবার সেই তালিকায় যোগ দিয়ে হৃদয়, জাকের। তাওহিদ শেষ পর্যন্ত শতক হাঁকালেও জাকের আউট হয়েছেন ৬৮ রানে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭ বা এরপর নেমে ভারতের বিপক্ষে প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে জাকের ফিফটির রেকর্ড গড়েন।

এমআই