
চ্যাম্পিয়নস ট্রফিতে ১০ ওভারে ৫ উইকেট হারানোর আরও যত ঘটনা
খেলা ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৩
শিরোপা জেতার স্বপ্ন নিয়ে দুবাইতে পাড়ি জমিয়েছিল নাজমুল হোসেন শান্তের দল। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নাজমুলদের ব্যাটিং দেখে এমন স্বপ্ন দেখার ইচ্ছে হবে না কারো। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। এরপর ক্যাপ্টেন শান্ত আউট হতে বেশি সময় নেননি। খেলেছেন মাত্র ২ বল।
সৌম্য, শান্তের আউটের পর বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ রানে ২ উইকেট। সেটাকে মেরামতের চেষ্টা করেছিলেন মিরাজ-তানজিদ। কিন্তু খোঁচা মেরে আউট হওয়া মিরাজ সেটাকে আর বড় হতে দেননি। এরপর নবম ওভারে টানা ২ বলে তানজিদ, মুশফিকের উইকেট হারায় শান্তের দল। তাতে মাত্র ১০ ওভারের মধ্যে ৫ উইকেট হারায় টাইগাররা।
চ্যাম্পিয়নস ট্রফিতে ১০ ওভারের আগে ৫ উইকেট হারানো বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। এর আগেও আইসিসির এই টুর্নামেন্টে আরও দুইবার ১০ ওভারের আগেই ৫ উইকেট হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দুটো ঘটনাই আজ থেকে ২১-২২ বছর আগের ঘটনা। যেখানে ৭৭ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড রয়েছে বাংলাদেশের।
চ্যাম্পিয়নস ট্রফির ২০০২ আসরে দুটো ম্যাচ খেলেছিল বাংলাদেশ। উভয় ম্যাচই বড় ব্যবধানে হেরেছিল খালেদ মাসুদের দল। যেখানে নিজেদের প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে মাত্র ৭৭ রানে সব উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে মাত্র ৫ ওভারের মধ্যেই ৫ উইকেট হারায় লাল-সবুজের দল।
একই ঘটনা চ্যাম্পিয়নস ট্রফির পরের আসরেও পুনরাবৃত্তি করেছিল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৭০ রানের জবাব দিতে নেমে মাত্র ৯ ওভারের মধ্যেই ৫ উইকেট হারায় টাইগাররা, রান হয়েছিল মাত্র ২৬। এবার ভারতের বিপক্ষে ২১ বছরের পুরনো লজ্জার স্মৃতি ফিরিয়ে এনেছে শান্তের দল। তাতে শুধু চ্যাম্পিয়নস ট্রফিতেই এ নিয়ে তিনবার ১০ ওভারের আগেই ৫ উইকেট হারিয়েছে টাইগাররা।
ওয়ানডে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মটা মোটেও ভালো নেই। ভারতের বিপক্ষে সেটাই যেন আরেকবার প্রমাণ করে দিল ফিল সিমন্সের শিষ্যরা। সবশেষ ২০২২ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ১০ ওভারের মধ্যে ন্যূনতম ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৫৫ ম্যাচ পর আজ আবারও তেমন দিন ফিরল। তবে আফিফ-মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই ম্যাচে জিতেছিল বাংলাদেশ দল।
এমআই