Advertisement
Us Bangla Airlines
হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ রোহিত, তরুণ টাইগারকে নিয়ে যা বললেন

হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ রোহিত, তরুণ টাইগারকে নিয়ে যা বললেন

খেলা ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৪

বড় স্বপ্ন নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন সৌম্য-তানজিদ। সেখানে প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে যান সৌম্য। পরের ওভারে হাফ শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন টাইগারদের দলপতি নাজমুল হোসেন শান্ত। এরপর ব্যাটারদের আসা যাওয়ার মিছিল দেখেছে ক্রিকেট ভক্তরা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এরপর শুরু হয় সমীকরণের পাতা উল্টানো। চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বনিম্ন রানে আউট হতে চলেছে বাংলাদেশ? টাইগারদের ব্যর্থতার ঘোর অমানিশা আরেকটু দীর্ঘ করতে চলেছিলেন জাকের আলী। প্রথম বলেই বাজে শটে স্লিপে ক্যাচ দিয়েছিলেন। এরপরের গল্পটা অবশ্য সুখকর। হৃদয়কে সঙ্গে নিয়ে জাকের গড়েন মহাকাব্যিক জুটি।

ধ্বংসস্তূপ থেকে দলকে ৩৫ রান থেকে ১৮৯ রানে নিয়েই আউট হন জাকের। বাকি সময়টুকুতে ভক্তদের হৃদয় জুড়িয়েছেন তাওহিদ। শেষ দিকে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা হৃদয় তুলে নেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি। তাতে লজ্জার পরিসংখ্যানে ডুবতে যাওয়া বাংলাদেশের সঙ্গে যুক্ত হয় ২২৮ রানে সম্মানজনক স্কোর।

ব্যাটিং ব্যর্থতায় শুরুতে ধুঁকতে থাকা বাংলাদেশের দুইশ পার করা নিয়ে মুগ্ধ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে টাইগার দুই ব্যাটারের প্রশংসা করতে এতটুকু কার্পণ্য করেননি ভারতের দলপতি। আইসিসির সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে রোহিত বলেন, ‘জাকের ও হৃদয়কে কৃতিত্ব দিতে হবে। তাঁরা বড় জুটি গড়েছে।’

‘পরের ম্যাচে ফিরতে সব কষ্ট সহ্য করতে চাই’

৫ উইকেট হারানোর পর বাংলাদেশ মন্থর গতিতে ব্যাটিং করেছিল। একে তো অল্পতেই উইকেট হারানোর চাপ, আবার মন্থর ও নিচু পিস। এমন উইকেটে ব্যাট করা কঠিন বলে মনে করছেন রোহিত।

ম্যাচ শেষে পিস নিয়ে রোহিত বলেন, ‘খুব বেশি ঘাস ছিল না, আমরা জানতাম উইকেট মন্থর হবে। সেভাবেই খেলেছি। আমার মনে হয়, আমরা কন্ডিশনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছি ব্যাটিং ও বোলিং দুই জায়গাতেই।’

এমআই