
বাংলাদেশকে পেলেই যেন তেঁতে ওঠেন প্রতিবেশী শামি
খেলা ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২২
ভৌগোলিক দিক থেকে বাংলাদেশকে যেন চতুর্দিক থেকে ঘিরে রেখেছে ভারত। সেই প্রতিবেশী দেশের সঙ্গে খেলা হলে নিজেদের প্রভাবে কোনো অংশে কমতি রাখে না দলটি। যদিও ভারতকে পেলে বরাবরই খেলা জমিয়ে তুলে টাইগাররা। কিন্তু উভয় দলের মুখোমুখি পরিসংখ্যানে বাংলাদেশের জয়ের সংখ্যা হাতেগোনা।
টাইগারদের ম্যাচের পরিস্থিতি ঘুরিয়ে দেওয়া ভারতীয় বোলারদের একজন মোহাম্মদ শামি। বাংলাদেশকে পেলেই যেন তেঁতে ওঠেন এই ডানহাতি ফাস্ট বোলার। প্রতিবেশি দেশের বিপক্ষে মাত্র ৫ ম্যাচ খেলেছেন শামি। যার প্রতিটি ম্যাচই বড় মঞ্চে। বাংলাদেশের সঙ্গে খেলা এসব ম্যাচের কোনটাতেই উইকেটবিহীন ছিলেন না এই বোলার।
বাংলাদেশের বিপক্ষে শামির বোলিং গড় সবচেয়ে কম। টাইগারদের সঙ্গে ৫ ইনিংসে ১৪ উইকেট তোলা এ বোলার প্রতিটি সাফল্য অর্জনে খরচ করেছেন মাত্র ১৯ বল। সবশেষ ইনিংসে পেলেন ৫ উইকেটের দেখা।
২০১৪ সালে এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন মোহাম্মদ শামি। টাইগারদের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ৪ উইকেট তুলেছিলেন এই বোলার। এরপর ১৫, ১৯, ২৩ ওয়ানডে বিশ্বকাপে শান্তদের পরীক্ষা নিয়েছিলেন শামি। যেখানে যথাক্রমে ২, ১, ২ উইকেট শিকার করেছেন এই ফাস্ট বোলার।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এবার প্রথম বিশ্বমঞ্চে ফিরেছেন মোহাম্মদ শামি। আইসিসি টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেমেই ফাইফার তুলে নিয়েছেন এই বোলার। প্রতিপক্ষ সেই প্রতিবেশী বাংলাদেশ। দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ১০ ওভারে ৫৩ রান খরচায় ৫ উইকেট তুলেন শামি। যার তার ক্যারিয়ারের ৬ষ্ঠ ফাইফার।
He is BACK and HOW
ক্যারিয়ারে কোনো দলের সঙ্গে ৫ বা তার বেশি ম্যাচ খেলেছেন, এমন পরিসংখ্যানে বাংলাদেশের বিপক্ষে শামির বোলিং গড় সবচেয়ে কম। টাইগারদের সঙ্গে ৫ ইনিংসে ১৪ উইকেট তোলা এ বোলার প্রতিটি সাফল্য অর্জনে খরচ করেছেন মাত্র ১৯ বল। সবশেষ ইনিংসে পেলেন ৫ উইকেটের দেখা।
বিশ্ব ক্রিকেটের সপ্তম বোলার হিসেবে সর্বোচ্চ ফাইফার নেওয়ার দিনে শামি গড়েছেন একাধিক রেকর্ড। ওয়ানডেতে বলের সংখ্যা (৫১২৬) বিবেচনায় দ্রুততম ২০০ ওয়ানডে উইকেট নেওয়া বোলার শামি। ইনিংস সংখ্যায় (২৬১) যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। এছাড়া ভারতের দলের হয়ে আইসিসি টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংখ্যা এখন শামির। জহির খানকে টপকে এই ফাস্ট বোলারের উইকেট সংখ্যা ৬০টি।
এমআই