
আইপিএলে ৫ সেকেন্ডের বিজ্ঞাপনে খরচ কত, জানলে অবাক হবেন
খেলা ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ১৬:১১
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই অর্থের ঝনঝনানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআই আইপিএলকে নান্দনিক করে তুলতে যেমন প্রচুর অর্থ ব্যয় করেন, তেমনি আইপিএল থেকে উপার্জন করে কাড়াকাড়ি টাকা। আইপিএলের এত বিপুল আয়ের সবচেয়ে বড় উৎস টিভি সম্প্রচারসত্ত্ব বিক্রি।
২০২২ সালে আইপিএলের টিভিস্বত্ত্ব পরের পাঁচ বছরের জন্য তা বিক্রি হয়েছে ৪৮ হাজার ৩৯০ কোটি রুপিতে। এছাড়া অনলাইন স্ট্রিমিং ও বিজ্ঞাপনী স্লট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ আইপিএলের আয়ের বড় উৎস। অবশ্য সেই খাত থেকে আয়কৃত অর্থ প্রতি মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ৫ শতাংশ হারে বন্টন করে বিসিসিআই।
আইপিএল শুরু হলে ভারতীয় টিভি চ্যানেলগুলো রয়েসয়ে চলে। কারণ, এই টুর্নামেন্টের জনপ্রিয়তার কারণে দর্শকেরা অন্যান্য শোতে খুব একটা ঢুঁ মারেন না। এমন জনপ্রিয় আসরকে ঘিরে বিজ্ঞাপনদাতাদের মধ্যে চলে প্রতিযোগিতা। খেলার মাঝে ৫ বা ১০ সেকেন্ডের বিজ্ঞাপন দিতে কত টাকা খরচ করতে হয়, জানলে চক্ষু ছানাবড়া হতে পারে।
আইপিএলে গত বছর ১০ সেকেন্ডের স্লটের বিজ্ঞাপনের জন্য নিত ১৬.৪ লাখ রুপি নিত সম্প্রচারকারী প্রতিষ্ঠান। ২০২০ সালেও যা ছিল মাত্র ৮-১০ লাখ রুপি। চলতি বছরে বিজ্ঞাপনের রেট সবাইকে ছাড়িয়ে গেছে। এ বছর শুধু ৫ সেকেন্ডের স্লটের জন্য খরচ করতে হবে প্রায় ১২ লাখ রুপি। আর ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য খরচ বেড়ে দাঁড়াবে ২০-২২ লাখ ভারতীয় রুপি।
বিজ্ঞাপনের চার্জ নিয়মিত বাড়ানোর কারণও রয়েছে। একে তো ২০২২ সালে টিভিস্বত্ত্ব চড়া দামে বিক্রি করেছে বিসিসিআই। এর সাথে আইপিএলের জনপ্রিয়তাও কাছে লাগিয়ে তার রেট নির্ধারণ করছে টুর্নামেন্টটির সম্প্রচারকারী প্রতিষ্ঠান। সবমিলিয়ে এ বছরের আইপিএলের বিজ্ঞাপন থেকে ৫ হাজার কোটি রুপি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জিও স্টার।
এমআই