Advertisement
Us Bangla Airlines
রোহিতদের ‘কোচ’ হলেন বলিউড অভিনেতা!

রোহিতদের ‘কোচ’ হলেন বলিউড অভিনেতা!

খেলা ডেস্ক

১৪ মার্চ ২০২৫, ২৩:১০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে সফল দলের একটি মুম্বাই ইন্ডিয়ানস। কিন্তু গেল দুই মৌসুমে ফেভারিট হিসেবে শুরু করেও খুব বাজে ভাবে শেষ করেছিল রোহিতরা। তাই এবারের প্রতিযোগিতা শুরুর আগেই বিশেষ উদ্যোগ নিয়েছে দলটির কর্তৃপক্ষ। আইপিএল শুরুর ঠিক আগে এবার নতুন চমক দিল দলটি।

চলতি মৌসুমে দলটিতে নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রিত বুমরাহ, তিলক ভার্মাদের ‘স্পিরিট কোচ’ হিসেবে কাজ করবেন এই অভিনয় শিল্পী। পুরো প্রতিযোগিতা জুড়ে ক্রিকেটারদের মনোবল চাঙা রাখতে জ্যাকি শ্রফকে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা যায়, মুম্বাইয়ের লক্ষ্য এই প্রতিযোগিতায় নির্ভীক ক্রিকেট খেলা। আর সে কারণেই বলিউডের অন্যতম জনপ্রিয় ‘হিরো’কে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যাকি ক্রিকেটারদের অনুপ্রাণিত করার কাজ করবেন। হার্দিক ও রোহিতদের সবসময় মানসিকভাবে সতেজ ও সাহসী রাখার চেষ্টা করবেন তিনি।

আইপিএল শুরু হবে ২২ মার্চ থেকে। ২৩ মার্চ মাঠে নামবে মুম্বাই। হার্দিকদের প্রথম প্রতিপক্ষ চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস।

এমআই