
এবার আইপিএলে নিষিদ্ধ হলেন ইংলিশ তারকা
খেলা ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ১৪:৫৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে নাম দিয়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। নিলাম থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। দলের পরিকল্পনা সাজাতে ৬ কোটি ২৫ লাখ রুপিতে হ্যারি ব্রুককে কিনেছিল দলটি। কিন্তু নিলামে দল পাওয়ার পরও এবারের আইপিএল থেকে নিজের নাম তুলে নেন ব্রুক।
আইপিএলের নিয়ম অনুযায়ী, নিলাম থেকে কোনো বিদেশি ক্রিকেটার দল পাওয়ার পর উপযুক্ত কারণ ছাড়া বা শুধু ব্যক্তিগত কারণ দেখিয়ে কোনো বিদেশি না খেলার সিদ্ধান্ত নিলে তিনি আইপিএলে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হবেন। এবার সেটিই প্রয়োগ করা হয়েছে ব্রুকের ক্ষেত্রে। আইপিএলে চলতি বছরসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন তিনি।
— Sportskeeda (@Sportskeeda) March 13, 2025
নিষেধাজ্ঞার এই খবরটি ইতোমধ্যেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ইন্ডিয়া ট্যুডেকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘এ বারের আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছিল হ্যারি ব্রুক। পরের বারের আইপিএল থেকেও নিষিদ্ধ করা হল ইংলিশ ব্যাটারকে। পরের আইপিএলে খেলতে চাইলেও পারবেন না তিনি।’
এর আগে ২০২৪ সালে তাঁকে ৪ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু দাদির মৃত্যুতে দেশে থাকার কথা জানিয়ে সেবারও তিনি খেলেননি। এবার না খেলার বিষয়ে দেখিয়েছেন জাতীয় দল নিয়ে ব্যস্ততা। ফলে নিয়ম মোতাবেক এই ইংলিশ ব্যাটারকে আইপিএলে আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
এমআই