Advertisement
Us Bangla Airlines
অভিষেক ম্যাচেই ব্যাট হাতে বেন ডাকেটের বিশ্বরেকর্ড

অভিষেক ম্যাচেই ব্যাট হাতে বেন ডাকেটের বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০২

ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে গত কয়েক বছর ধরে পরিচিত বিশ্ব ক্রিকেট। যতক্ষণ মাঠে থাকবে, ততক্ষণই চলবে ব্যাটিং তাণ্ডব। কোচ ব্রেন্ডন ম্যাককালামের এমন তত্ত্বে ইংলিশদের সাফল্য একেবারে কম নয়। আবার বড় ব্যবধানেও হারের রেকর্ড রয়েছে। এমনকি সহজ ম্যাচে ঝড়ো ব্যাটিং করতে গিয়েও হারতে হয়েছে ইংলিশদের।

ভারতের মাটিতে সবশেষ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল জস বাটলারের দল। যেখানে দারুণ শুরুর পরেও আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে রণেভঙ্গে দিতে হয়েছে ইংল্যান্ডকে। তবুও চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাটিংয়ের ধরণ পাল্টায়নি ইংলিশরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার।

ফিল সল্ট মাত্র ১০ রানে আউট হলেও ওপেনার বেন ডাকেট খেলেছেন ৪৮ ওভার পর্যন্ত। পার্ট টাইম লেগ স্পিনার লাবুশানের মন্থর গতির বলে আউট হওয়ার আগে খেলেছেন ১৬৫ রানের ইনিংস। তাতেই গড়েছেন বিশ্ব রেকর্ড। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এখন বেন ডাকেটের দখলে।

এর আগে ২০০৪ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে ১৪৫ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন কিউই ব্যাটার নাথান অ্যাস্টল। আইসিসির এই টুর্নামেন্টে এতদিন পর্যন্ত অ্যাস্টলের ইনিংসই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায়। ২১ বছরের পুরনো রেকর্ড ভেঙে এবার সেখানে জায়গা নিয়েছেন বেন ডাকেট। 

চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রান করার শীর্ষে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। ২০১৭ সালে ইংলিশদের বিপক্ষে এ বাঁহাতি করেছিলেন ১২৮ রান। এবার সেটাকেও ছাড়িয়েছেন ডাকেট। আইসিসির এই টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচেই খেলেছেন ১৬৫ রানের ইনিংস। 

এদিকে বেন ডাকেটের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ তুলেছে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ইংলিশদের স্কোরবোর্ডে জমা হয়েছে ৩৫১ রান। যা ইংল্যান্ড দল তো বটেই, চ্যাম্পিয়নস ট্রফির পুরো ইতিহাসের এক ইনিংসের সর্বোচ্চ স্কোর।

এমআই