Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস ট্রফির ২১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন নবী

চ্যাম্পিয়নস ট্রফির ২১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন নবী

খেলা ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১১

বয়সটা ৪০ পেরিয়েছে। ক্যারিয়ারের অন্তিম বেলায় ক্রিকেটকে বিদায় জানানোর প্রহর গুনছেন মোহাম্মদ নবী। বাইশ গজে নিজের ছেলের সঙ্গে একত্রে খেলতে পারলেই জীবনের শখ-আহ্লাদ পূরণ হবে তাঁর। এর আগেই আফগানিস্তানের জার্সিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নেমেছেন এই অলরাউন্ডার। তাতেই গড়েছেন অন্যন্য রেকর্ড।

চ্যাম্পিয়নস ট্রফিতে চতুর্থ ক্রিকেটার হিসেবে এত বেশি বয়সে অভিষেক হয়েছে মোহাম্মদ নবীর। আইসিসির এই টুর্নামেন্টে আফগান অলরাউন্ডারের আগে বেশি বয়সে অভিষেক হওয়া বাকি তিন ক্রিকেটারই মার্কিন যুক্তরাষ্ট্রের। সেটাও আজ থেকে ২১ বছর আগের ঘটনা। এমনকি বয়স্ক ক্রিকেটারের তালিকায় নবীর পরে অবস্থান নেওয়া ক্রিকেটারের অভিষেক হয়েছিল ২০০৪ সালে।

ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়নস ট্রফির সেই আসরে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছিল দলটি। সেই দলে ৪০ এর বেশি বয়সের ৪ ক্রিকেটার চ্যাম্পিয়নস ট্রফির টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। যেখানে সবচেয়ে বেশি বয়স ছিল ডোনোভান ব্লেকের। ৪২ বছর ২৮৪ দিন বয়সে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেন তিনি।

বয়স্ক ক্রিকেটার হিসেবে ব্লেকের সেই রেকর্ড আজও অক্ষত রয়েছে। এই তালিকায় ব্লেকের পরেই আছেন টনি রিড। যার ৪২ বছর ১৫৪ দিনে চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেক হয়েছিল। এছাড়া ৪০ বছর ৩১৮ দিনে মার্ক জনসন, ৪০ বছর ২৫ দিনে হাওয়ার্ড জনসন আইসিসির এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। 

যুক্তরাষ্ট্রের এই চার ক্রিকেটার তালিকায় এবার যোগ দিয়েছেন মোহাম্মদ নবী। চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি বয়সে অভিষিক্তদের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ খেলতে নামার দিনে আফগান অলরাউন্ডারের বয়স হয়েছিল ৪০ বছর ৫১ দিন। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে এটা পুরো আফগন দলের প্রথম ম্যাচ। 

এদিকে চলতি আসরের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন মোহাম্মদ নবী। যেখানে অভিষেক ম্যাচের প্রথম বলে নিজ দলকে সাফল্য এনে দিয়েছেন এই অফ স্পিনার।

এমআই