Advertisement
Us Bangla Airlines
ওয়ানডে ক্রিকেট মরে গেছে, কেন বললেন মঈন আলী

ওয়ানডে ক্রিকেট মরে গেছে, কেন বললেন মঈন আলী

খেলা ডেস্ক

০৮ মার্চ ২০২৫, ২৩:১৮

বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের জৌলুস আগের মতো নেই। দ্বিপাক্ষিক সিরিজে ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি নজর দিচ্ছে দলগুলো। আবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেভাবে অর্থের ঝনঝনানি চলছে, তাতে বেশি উপার্জনের জন্য জাতীয় দল ছেড়ে ক্রিকেটারদের বিভিন্ন লিগে বিচরণ করতে দেখা যায়। 

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কারণে হুমকির মুখে পড়েছে ক্রিকেটের ওয়ানডে সংস্করণ। ৫০ ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী। তার মতে, বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট ছাড়া একদিনের ক্রিকেটের আর কোনো গুরুত্ব নেই। 

সম্প্রতি টকস্পোর্টস ক্রিকেট-কে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন বলেন, ‘বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া ওয়ানডে ক্রিকেট মরে গেছে। এটি এখন সবচেয়ে বাজে ফরম্যাট, এবং আমি মনে করি এর পেছনে অনেক কারণ আছে। নিয়মগুলো ভয়াবহ।’

‘বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার সেরাটা বেরিয়ে আসে’

ওয়ানডে ক্রিকেটের নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে মঈন বলেন, ‘প্রথম পাওয়ারপ্লের পর অতিরিক্ত ফিল্ডার রাখার নিয়ম ভয়াবহ। এটি বোলারদের উইকেট নেওয়া কিংবা চাপ তৈরির সুযোগ কেড়ে নেয়। এর ফলে এখন ব্যাটসম্যানদের গড় ৬০-৭০ হয়ে গেছে। তাছাড়া, দুটি নতুন বল ব্যবহারের কারণে রিভার্স সুইংও হারিয়ে গেছে, যা একসময় বোলারদের জন্য ছিল বড় অস্ত্র।’

তার মতে, ব্যাটারদের সুবিধা করে দেওয়ার কারণে ওয়ানডে ক্রিকেটের আকর্ষণ কমে গেছে। ‘তুমি যখন কাউকে বল করছ, চাপ তৈরি করছ, তখন সে রিভার্স সুইপ খেলে, সিঙ্গেলও নিচ্ছে না— সরাসরি চার! ব্যাটারদের জন্য রান করাটা সহজ করে দেওয়া হয়েছে। এসব কারণেই ওয়ানডে ক্রিকেট মরে গেছে,’ বলেন মঈন।

ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠবে জানিয়ে মঈন আলী বলেন, ‘সমস্যা হলো, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে টাকা ছড়ানো হয়। এত বেশি টাকা দেওয়া হয় যে, খেলোয়াড়দের জন্য তা এড়িয়ে যাওয়া কঠিন হয়ে যায়। আগামী কয়েক বছরে অনেক খেলোয়াড়কেই দেখা যাবে যারা শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে।’

এমআই