Advertisement
Us Bangla Airlines
ইংলিশ প্রিমিয়ার লিগের আয় লা লিগার দ্বিগুণ!

ইংলিশ প্রিমিয়ার লিগের আয় লা লিগার দ্বিগুণ!

খেলা ডেস্ক

০৮ মার্চ ২০২৫, ০০:২২

মাঠের লড়াইয়ের বাইরেও ফুটবল ক্লাবগুলোতে অর্থের ঝনঝনানির লড়াই দেখা যায়। টাকার খেলায় কোন ক্লাব কার থেকে এগিয়ে যাবে, সেটা নিয়েও প্রতিদ্বন্দ্বিতা চলে ফুটবল পাড়ায়। এমন প্রতিযোগিতায় ভক্তদের আগ্রহও কম নয়। সমর্থিত ক্লাব বছর শেষে কতটা এগিয়েছে, সেটা নিয়েও বাকযুদ্ধের দেখা মিলে নিয়মিত। 

নির্দিষ্ট ক্লাব ছাড়া দেশভিত্তিক টুর্নামেন্টে আর্থিক হিসাবের লড়াই নতুন কিছু নয়। কোন দেশের ক্লাব কতটা সমৃদ্ধশালী, টাকার অঙ্কে তা বিবেচনা করা হয়। ইউরোপিয়ান ফুটবলে আর্থিক দিক থেকে বাকিদের তুলনায় বেশ এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ। ইংলিশদের এই টুর্নামেন্টের সম্মিলিত আয় স্পেন ও জার্মানির শীর্ষ লিগের তুলনায় প্রায় দ্বিগুণ।

উয়েফার সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। উয়েফার বার্ষিক ইউরোপিয়ান ক্লাব ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ রিপোর্ট অনুযায়ী, ২০২৩ অর্থবছরে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো মোট ৭.১ বিলিয়ন ইউরো (৫.৯ বিলিয়ন পাউন্ড) আয় করেছে। বিপরীতে, লা লিগার আয় ছিল ৩.৭ বিলিয়ন ইউরো এবং বুন্দেসলিগার ৩.৬ বিলিয়ন ইউরো। 

ফুটবল বিশ্বে সবচেয়ে ধনী যে ১০ ক্লাব

করোনা মহামারির আগের তুলনায় ইউরোপের শীর্ষ লিগগুলোর সম্মিলিত রাজস্ব বেড়েছে ১৭ শতাংশ, যা এখন দাঁড়িয়েছে ২৬.৮ বিলিয়ন ইউরোতে।

প্রিমিয়ার লিগের মাঝারি মানের ক্লাবগুলোর গড় আয় বুন্দেসলিগার তুলনায় ৬০ শতাংশ বেশি এবং সিরি আ ও লা লিগার ক্লাবগুলোর তুলনায় তিন গুণ। গত পাঁচ বছরে ইউরোপের শীর্ষ লিগগুলোর অভ্যন্তরীণ সম্প্রচার আয় মাত্র ৩ শতাংশ বেড়েছে। তবে বাণিজ্যিক চুক্তি, স্পনসরশিপ এবং গেট রেভিনিউতে বড় উল্লম্ফন এসেছে। 

২০২৪ সালের তথ্য অনুযায়ী, গত বছর গেট রেভিনিউ ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে প্রিমিয়াম সিটিং টিকিট বিক্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মহামারিপূর্ব সময়ের তুলনায় গ্যালারিতে দর্শক উপস্থিতিও ৬ শতাংশ বেড়েছে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো তাদের আয়ের গড়ে ৪৯ শতাংশ ব্যয় করেছে খেলোয়াড়দের বেতনে। ইউরোপজুড়ে ২০২৩ সালে খেলোয়াড়দের বেতন ৩ শতাংশ এবং ২০২৪ সালে সাড়ে ৪ শতাংশ বেড়েছে। 

এমআই