Advertisement
Us Bangla Airlines
রোজা রেখেই খেলছেন ১৯ বছরের তরুণ ইয়ামাল

রোজা রেখেই খেলছেন ১৯ বছরের তরুণ ইয়ামাল

খেলা ডেস্ক

১১ মার্চ ২০২৫, ২০:৪৮

ফুটবল পাড়ার খবর রাখেন এমন প্রত্যেকেই লামিনে ইয়ামালকে চিনে থাকবেন। মাত্র ১৯ বছর বয়সেই তারকা বনে গেছেন এই বার্সা ফুটবলার। পায়ের কারুকার্যে ইতোমধ্যে একঝাঁক পুরস্কার এসেছে এই তরুণ ফুটবলারের দখলে। তবে ধর্মীয় দিক থেকে ইয়ামাল একজন মুসলিম ফুটবলার, বিষয়টি অনেকের অজানা থাকতে পারে।

লামিনে ইয়ামালের জন্ম স্পেনে। বাবা মরক্কোর একজন মুসলিম নাগরিক। মা গিনির, ধর্মীয় দিক থেকে খ্রিস্টান। তবে জন্মসূত্রে ইয়ামাল মুসলিম হওয়ায় ইসলাম ধর্ম পালন করেন। দিন দশেক আগে শুরু হওয়া পবিত্র রমজান মাসে বিশ্বের বাকি সব মুসলমানের মতো রোযা পালন করছেন তিনিও। সেই অবস্থাতেই খেলছেন লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।

ইউরোপিয়ান ফুটবলে মুসলিম খেলোয়াড়ের সংখ্যা খুব একটা বেশি নয়। আবার যারা আছেন, তাদের প্রত্যেকে যথাযথ ধর্ম পালনে খুব একটা আগ্রহ দেখান না। এর মাঝে ব্যতিক্রমও আছে-মোহাম্মাদ সালাহ, নাসের মাজরাউই কিংবা ওমর মারমৌশরা রমজান মাসে রোজা রেখেই খেলে থাকেন। এবার ধর্মভীরু ফুটবলারের তালিকায় যেন আলাদা করে ইয়ামালের নাম যুক্ত হয়েছে। 

এদিকে ইয়ামালের রোজা পালন নিয়ে ক্লাবের অসহযোগিতার গুঞ্জন ওঠেছিল। বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে তাকে দ্রুত উঠিয়ে নেয়ার পেছনেও রোজা রাখাকেই দায়ী করা হয়। 

তবে গণমাধ্যমের সূত্রে জানা যায়, রমজানের রোজা পালনের ক্ষেত্রে লামিনে ইয়ামালকে কোনো প্রকার বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে না। বরং ক্লাবের মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে লামিনে ইয়ামালের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে লামিনের ইয়ামালের সাহরি এবং ইফতারের মেন্যু ঠিক করে দেয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। 

এমআই