Advertisement
Us Bangla Airlines
কোহলির নতুন সঙ্গী, কলকাতার বিপক্ষে যেমন হবে আরসিবির একাদশ

কোহলির নতুন সঙ্গী, কলকাতার বিপক্ষে যেমন হবে আরসিবির একাদশ

খেলা ডেস্ক

১৫ মার্চ ২০২৫, ১৫:৩৩

বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে হাতেগোনা কয়েকদিন বাকি। এরমাঝেই দলগুলো নিজেদের অনুশীলন শুরু করে দিয়েছে। মাঠে পরিকল্পনা শক্তপোক্ত ব্যস্ত সময় কাটাচ্ছে কোচরা। ট্রফি খরা কাটাতে এবার নতুন করে স্কোয়াড সাজিয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দলটির হয়ে গত আসরে নেতৃত্ব দেওয়া ফাফ ডু’প্লেসিকে এবার রিটেন করেনি আরসিবি। ফলে দলটির ওপেনিং জুটিতে নিশ্চিতভাবে পরিবর্তন আসছে। বিরাট কোহলির সঙ্গে ওপেনিংয়ে মাঠে নামতে পারেন ফিল সল্ট। ডুপ্লেসির জায়গায় এবার আরসিবিকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার। তিনি নামতে পারেন তিন নম্বারে।

কোহলি নয়, আরসিবির অধিনায়ক হলেন যিনি

মিডল ও লোয়ার অর্ডারে একঝাঁক পাওয়ার হিটার আছে আরসিবির। লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়ারা যেকোনো সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে গত মৌসুমে পাঞ্জাবে খেলা জিতেশ শর্মাকে। ব্যাকাপ কিপার হিসেবে থাকবেন ফিল সল্ট।

ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তা না থাকলেও আরসিবির বোলাররা এবারও দুশ্চিন্তার কারণ হতে পারে। মেগা নিলাম থেকে অজি পেসার জশ হ্যাজলউডকে দলে নিলেও চোটের কারণে এখনো অনিশ্চিত তিনি। তার পরিবর্তে আরসিবির বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। এ ছাড়াও থাকছেন লুনগি এনগিডি, যশ দয়াল, রশিক সালাম। 

স্পিনার প্রয়োজন হলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে সূয়াশ শর্মাকে। গত আসরে কলকাতায় ছিলেন এই ক্রিকেটার। সাবেক দলের বিরুদ্ধে প্রথম ম্যাচেই খেলার সুযোগ হতে পারে সূয়াশের।

আরসিবির একাদশ: বিরাট কোহলি, রজত পাতিদার, যশ দয়াল, জশ হ্যাজলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ সালাম, ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, সুয়শ শর্মা, জ্যাকব বেথেল, দেবদূত পাড়িক্কাল, নুয়ান তুষারা, রোমারিও শেফার্ড, স্বপ্নীল সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্দগে, অভিনন্দন সিং, লুঙ্গি এনগিডি, মোহিত রাঠি।

এমআই