Advertisement
Us Bangla Airlines
আইপিএল শুরুর আগেই শঙ্কায় ১২ ক্রিকেটার

আইপিএল শুরুর আগেই শঙ্কায় ১২ ক্রিকেটার

খেলা ডেস্ক

১৩ মার্চ ২০২৫, ০০:২০

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উৎসব শেষ। ভারতে বাজছে আইপিএলের দামামা। মাত্র দশ দিন পরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বসেরা আসর বসতে যাচ্ছে। এর আগেই দল গোছাতে মরিয়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। তবে আইপিএলের নতুন আসর শুরু হওয়ার আগেই বাড়ছে দুশ্চিন্তা। তারকা ক্রিকেটারদের কেউ চোটে পড়ছেন, কেউ সরিয়ে নিচ্ছেন নাম। কিছু খেলোয়াড়ের বদলি নিয়ে নিলেও ঘাটতি থেকেই যাচ্ছে।

চোটের তালিকায় আছেন জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্সের মতো বড় নাম। এছাড়া ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক নিষেধাজ্ঞা উপেক্ষা করেও সরে দাঁড়িয়েছেন। সম্প্রতি চোটে পড়ে লাখনৌ সুপার জায়ান্টের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছেন তরুণ ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব। সবমিলিয়ে আইপিএল শুরুর আগে প্রায় ১২ তারকা রয়েছেন অনিশ্চয়তার দোলাচলে।

আইপিএল শুরুর আগে শঙ্কায় যারা

জশ হ্যাজলউড: মেগা নিলামে অস্ট্রেলিয়ান এই তারকাকে ১২ কোটি ৫০ লক্ষ টাকা দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তাকে হয়ত আইপিএলে পাবে না আরসিবি। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মাঠে নামতে পারেননি।

জাসপ্রিত বুমরাহ: ভারতের অন্যতম বোলিং মায়েস্ত্রকে নিয়ে বড় শঙ্কা। ১৮ কোটি টাকায় তাকে রিটেন করে মুম্বাই ইন্ডিয়ান্স। পিঠের চোটের জন্য আপাতত মাঠের বাইরে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। আইপিএলের প্রথম দুই সপ্তাহে তার না থাকা আপাতত নিশ্চিত। 

এনরিখ নরকিয়া: কলকাতা নাইট রাইডার্স ৬ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয় প্রোটিয়া পেসারকে। তার পিঠে চোট রয়েছে বলে খবর। যদিও ইতোমধ্যে নাইট শিবিরে যোগ দিয়েছেন গতির এই বোলার।

জেরাল্ড কোয়েটজি: দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজিকে মেগা নিলাম থেকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় গুজরাট টাইটানস। হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে কোয়েটজির।

মিচেল মার্শ: মিচেল মার্শকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। তবে পিঠের চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে পারেননি। শঙ্কায় আছে আইপিএল খেলা নিয়েও।

মায়াঙ্ক যাদব: লখনউ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব পিঠের চোটের জন্য আইপিএলের প্রথমার্ধে মাঠে নামতে পারবেন না বলে খবর। মায়াঙ্ককে এবার ১১ কোটি টাকায় রিটেন করে এলএসজি।

আল্লাহ গজনফর: আফগান স্পিনারকে ৪ কোটি ৮০ লক্ষ টাকায় দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মেরুদণ্ডে চোট রয়েছে বলে আইপিএলে মাঠে নামতে পারবেন না গজনফর। তাঁর বদলে মুজিব উর রহমানকে দলে নেয় মুম্বাই।

লকি ফার্গুসন: আইএল টি-২০ তে চোট পেয়েছিলেন। সেই কারণে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে যান লকি ফার্গুসন। কিউই পেসারকে এবছর ২ কোটি টাকায় দলে নেয় পাঞ্জাব কিংস।

প্যাট কামিন্স: চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে পারেননি কামিন্স। আইপিএলের শুরু থেকে সানরাইজার্স দলনায়ক ফুল ফিট হয়ে মাঠে নামতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত।

এমআই