
হাতকাটা জার্সি নিষিদ্ধসহ আইপিএলে থাকছে যেসব কড়া নিয়ম
খেলা ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১৫:৫১
সময় বাড়তেই যেন আরও কড়াকড়ি হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট হারার পর বউ-বান্ধবীদের সহচার্য পাওয়া নিয়ে কঠিন নিয়ম করেছিল রোহিতদের অভিভাবক সংস্থা। ৪৫ দিন সফর ছাড়া স্ত্রীদের লম্বা সঙ্গ পাবে না বিরাট কোহলিরা। আসন্ন আইপিএলে কড়াকড়ির আরেক রূপ জারি করেছে বিসিসিআই।
নতুন আসরকে ঘিরে মোট ১৫টি নির্দেশিকা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এমন নির্দেশিকা না মানলে আর্থিক জরিমানার পাশাপাশি শাস্তিও গুনতে হবে আইপিএলের ক্রিকেটারদের। তবে এই নির্দেশিকায় স্ত্রী-বান্ধবীদের সঙ্গ পাওয়া নিয়ে অবশ্য কোনো নিয়ম জারি করেনি আইপিএল কর্তৃপক্ষ।
একনজরে আইপিএলের ১৫ নির্দেশিকা
১) অনুশীলনের জন্য মাঠের মাঝে দুটি করে নেট পাবে প্রতিটি দল। তা ছাড়া সাইডের উইকেটে আরও একটি নেট দেওয়া হবে। সেখানে শুধু বড় শটের অনুশীলন করা যাবে। যদি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুটি দল একই সময়ে অনুশীলন করে তাহলে দুই দলকে তিনটির বদলে দুটি করে নেট দেওয়া হবে।
২) কোনো অবস্থাতেই খোলা নেটে অনুশীলন করা যাবে না।
৩) যদি কোনো দল আগে অনুশীলন শেষ করে তারপরেও অন্য দল সেই দলের ব্যবহার করা নেটে অনুশীলন করতে পারবে না। নির্দিষ্ট নেটেই তাদের অনুশীলন করতে হবে।
৪) ম্যাচের দিন কোনো দল অনুশীলন করতে পারবে না।
৫) ম্যাচের দিন মাঝের উইকেটে কোনও রকমের ফিটনেস পরীক্ষা করা যাবে না।
৬) বোর্ডের দেওয়া সচিত্র পরিচয়পত্র রয়েছে এমন লোকেরাই অনুশীলনের সময় ড্রেসিংরুম ও মাঠে প্রবেশ করতে পারবেন। ক্রিকেটারদের পরিবার ও বন্ধুরা অন্য গাড়িতে মাঠে যেতে পারেন। একটি নির্দিষ্ট জায়গায় বসে তাঁরা অনুশীলন দেখতে পারবেন। কোনও দল যদি অতিরিক্ত থ্রো-ডাউন বিশেষজ্ঞ বা নেট বোলার চায় তাহলে আগে থেকে সেই তালিকা বোর্ডের কাছে জমা দিয়ে অনুমতি নিতে হবে।
৭) অনুশীলনে যাওয়ার সময় প্রত্যেক ক্রিকেটারকে টিম বাসে করেই যেতে হবে। দল চাইলে দুটি বাসে ক্রিকেটারদের যাতায়াতের ব্যবস্থা করতে পারে।
৮) অনুশীলন সংক্রান্ত কোনো অনুরোধের জন্য ও ম্যাচের দিন ফিটনেস পরীক্ষা করাতে চাইলে মাঠে উপস্থিত ম্যানেজারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।
৯) ম্যাচের দিন বোর্ডের দেওয়া সচিত্র পরিচয়পত্র নিয়ে সকলকে মাঠে যেতে হবে। যদি কোনো দলের কেউ সেই পরিচয়পত্র নিয়ে যেতে ভুলে যান, তাহলে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই ভুল করলে সেই দলকে জরিমানা করা হবে।
১০) নেট দেওয়ার পরেও ক্রিকেটারেরা বারবার মাঠের এলইডি বোর্ডে বল মারেন। তাঁদের অনুরোধ করা হচ্ছে, কেউ যেন এমনটা না করেন।
১১) ম্যাচের সময় কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ এলইডি বোর্ডের সামনে বসতে পারবেন না। খেলা চলাকালীন যাঁরা পানি, তোয়ালে নিয়ে মাঠে যান তাঁদের বসার জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দেবেন স্পনসরেরা। সেখানেই তাঁদের বসতে হবে।
১২) কমলা ও বেগুনি ক্যাপ পাওয়াদের সেই ক্যাপ পরেই খেলতে হবে। যদি পুরো ম্যাচে কোনো ক্রিকেটার ক্যাপ পরতে না চান, তা হলে তাঁকে অন্তত প্রথম দুই ওভার কমলা বা গোলাপি ক্যাপ পরতে হবে। সেই সময়ের মধ্যেই সম্প্রচারকারী চ্যানেলে তাঁদের দেখানো হবে।
১৩) খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় হাতকাটা জার্সি পরা যাবে না। কোনো ক্রিকেটার এমনটা করলে প্রথম বার তাঁকে সতর্ক করা হবে। দ্বিতীয় বার তাঁকে আর্থিক জরিমানা করা হবে।
১৪) ম্যাচের সময় কোনো দলে ১২ জনের বেশি সাপোর্ট স্টাফ থাকতে পারবেন না। তাঁদের প্রত্যেকের কাছে বোর্ডের দেওয়া সচিত্র পরিচয়পত্র থাকতে হবে। এই ১২ জনের দলে একজন চিকিৎসক রাখা যেতে পারে।
১৫) যদি কেউ নিজের জার্সি নম্বর পরিবর্তন করতে চান তা হলে ম্যাচের ২৪ ঘণ্টা আগে তা বোর্ডকে জানাতে হবে।
উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসন্ন আইপিএলকে ঘিরে ইতোমধ্যে একাধিক দল অনুশীলন শুরু করে দিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি শেষে সব দলেই অনুশীলনের তোড়জোড় দেখা যাবে।
এমআই