Advertisement
Us Bangla Airlines
ওয়েস্ট ইন্ডিজের ছয় ক্যাচ মিসে ২৯৬ রান করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের ছয় ক্যাচ মিসে ২৯৬ রান করল বাংলাদেশ

খেলা ডেস্ক

২৩ অক্টোবর ২০২৫, ১৭:১৫

রানটা অনায়াসে ৩০০ পার হওয়ার কথা ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় তিনশর ঘর ছুঁতে পারেনি মেহেদী মিরাজের দল। ক্যারিবিয়ানদের ক্যাচ মিসের হিড়িকের মাঝেও বাংলাদেশের সংগ্রহ মাত্র ২৯৬ রান। মিরপুরে অবশ্য এই রান পার করতে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড গড়েই জিততে হবে। তবে জয়ী দলই পাবে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ।

মিরপুরে আজ (২৩ অক্টোবর) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। স্পিন সহযোগী এই পিচে শুরুতে থেকেই আগ্রাসী ছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। দশ বছরের রেকর্ড ভেঙে ১৭৬ রানে জুটি গড়েন এই দুই ব্যাটার। তাদের রানে ভর করে ৫০ ওভার শেষে ২৯৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

বাংলাদেশের এত রান করার পেছনে ক্যারিবিয়ান ফিল্ডারদের অবদান কম নয়। পুরো ইনিংসে টাইগারদের ৬টি ক্যাচ ছেড়েছেন সফরকারীরা। একাধিকবার জীবন পেয়েও ফিফটি করতে পারেননি শান্ত। এছাড়া মিরাজ, হৃদয়, সাইফ, সৌম্য জীবন পেলেও শতকের দেখা পাননি কোনো ক্রিকেটার।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেছেন সৌম্য সরকার। আরেক ওপেনার সাইফ হাসান করেছেন ৮০ রান। ৪৪ করে বিদায় নিয়েছেন চারে নামা নাজমুল হোসেন শান্ত। বাকিরা বলার মতো স্কোর করতে পারেননি। অন্যদিকে, ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন বদলি স্পিনার আকিল হোসেন।

এদিকে মিরপুরে জিততে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড গড়তে হবে। ঢাকার এই পিচে সর্বোচ্চ ২৫৬ রান করে জেতার রেকর্ড রয়েছে ক্যারিবিয়ানদের। ২৯৭ রান করতে সাত বছরের রেকর্ড ভাঙতে হবে শাই হোপের দলকে। দেখার পালা, ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয়ের ভাগিদার হবেন কারা!

এমআই