Advertisement
Us Bangla Airlines
মিরাজকে কল দিয়ে কী বলেছেন মাশরাফি?

মিরাজকে কল দিয়ে কী বলেছেন মাশরাফি?

খেলা ডেস্ক

২৩ অক্টোবর ২০২৫, ২২:০৩

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যেন অবশেষে একটু স্বস্তির নিশ্বাস ফেলতে পারলেন। টানা দুটি সিরিজ হারার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২–১ ব্যবধানে জয় এনে দিয়েছেন তিনি। কঠিন সময় পেরিয়ে আসার পথে পাশে পেয়েছেন দেশের দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালকে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ জয়ের পর মিরাজ জানালেন, অভিজ্ঞদের সাপোর্টই তাঁকে মানসিকভাবে শক্ত রেখেছে। তিনি বলেন, ‘আমাকে মানসিকভাবে সাপোর্ট করেছে সবাই। তামিম ভাই আমাকে ফোন দিয়েছিলেন। উনি বলেছেন—কঠিন সময়ের পরই ভালো কিছু আসে। মাশরাফি ভাইও ফোন দিয়েছেন। উনি তো অনেক সফল অধিনায়ক।’

পরপর দুটি সিরিজ হারের পর মাশরাফি কল দিয়ে কী বলেছেন জানতে চাইলে মিরাজের জবাব, ‘উনি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, সহায়তা করেছেন, মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন। বলেছেন এই সময়টায় শক্ত থাকতে হবে। আমার জন্য সময়টা সহজ ছিল না।’

নেতৃত্বের সময় দলে অভিজ্ঞ সিনিয়র না থাকাটা কাজকে কঠিন করে তুলেছে বলে মনে করেন মিরাজ। ‘যদি কোনো সিনিয়র খেলোয়াড় দলে থাকত, তাহলে আমার জন্য জিনিসটা সহজ হতো। রিয়াদ ভাই-মুশফিক ভাই এখন অবসর নিয়েছেন। তারা থাকলে অনেক সিদ্ধান্তে পরামর্শ পাওয়া যেত,’—যোগ করেন তিনি।

নিজের নেতৃত্ব নিয়ে সমালোচনার ভেতর থেকেও আশাবাদী এই তরুণ অধিনায়ক। মিরাজ বলেন, ‘আমার জন্য সময়টা কঠিন, কিন্তু ধৈর্য ধরতে হবে। আমি মানুষ, ভুল করবই। দিন শেষে আমরা দেশের জন্য খেলি। সবাই যদি সাপোর্ট দেয়, ইনশা আল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

মাশরাফি ও তামিমের ফোনে পাওয়া সেই উৎসাহই হয়তো মিরাজকে ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাসের ছন্দে—যে ছন্দে ৫৮৪ দিন পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

এমআই