
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক চমকসহ যা থাকছে
খেলা ডেস্ক
২০ মার্চ ২০২৫, ২০:২৭
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তারকা ক্রিকেটারদের পাশাপাশি টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের মেলা বসে। চলতি আসরের উদ্বোধনী অনুষ্ঠানকেও জমকালো করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে অনুষ্ঠানের খসড়া চূড়ান্ত করে ফেলেছে আইপিএল কর্তৃপক্ষ।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। কলকাতার ইডেন গার্ডেনসে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর ঠিক আগে মঞ্চস্থ হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে মঞ্চ কাঁপাবেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। আইপিএল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে। এছাড়া কণ্ঠশিল্পী হিসেবে থাকবেন শ্রেয়া ঘোষাল ও করন আউজলা।
জানা যায়, শুধু গান-নাচেই সীমাবদ্ধ থাকছে না আইপিএলের এবারের আসর। উদ্বোধনী অনুষ্ঠানে নতুন চমক দেখাতে চায় বিসিসিআই। ফলে মাঠে ত্রিশ গজ বৃত্তে স্টেজ তৈরি হলেও এর বাইরে পুরো ইডেন জুড়ে পারফর্ম করার সুযোগ রাখছে আইপিএল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (সিএবি) প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
গণমাধ্যমে তিনি বলেন, ‘বিশেষ এক ওপেন স্টেজ তৈরি করা হবে। স্টেডিয়ামের সব গ্যালারির দর্শকদের অনুষ্ঠান দেখতে যাতে কোনো সমস্যা না হয়।’
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ড্রোন শো। ইডেনের আকাশে ড্রোন দিয়ে বিশেষ প্রদর্শনী দেখাবে এবারের আইপিএল। বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতোমধ্যে অনুমোদনের জন্য বিষয়টি সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের জন্যও বিশেষ পুলিশি অনুমতি নিচ্ছে সিএবি।
দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে বিশেষ প্রযুক্তির চশমা এবং ব্যান্ড বিতরণ করবে আইপিএল কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানের সময় দর্শকদের সেই চশমা আর ব্যান্ড পরতে হবে। অনুষ্ঠানে বলিউড তারকাদের পারফরম্যান্সের সময় মিউজিকের সঙ্গে ওই বিশেষ চশমা আর ব্যান্ডে আলো জ্বলে উঠবে।
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস বলেছেন, ‘এবারের মৌসুমে যেভাবে পরিকল্পনা করা হয়েছে, এর আগে এত বড় উদ্বোধনী অনুষ্ঠান আইপিএলে হয়নি।’
এদিকে আইপিএল নির্দিষ্ট কিছু তারকার উপস্থিতির কথা জানালেও শাহরুখ-সালমানের মতো বড় তারকারাও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলে শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, শাহরুখ খান তার দল কেকেআর-এর সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচার করতে আসছেন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, সঞ্জয় দত্ত, ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খানের মতো তারকারাও উপস্থিতি হতে পারেন বলে শোনা যাচ্ছে।
এমআই