Advertisement
Us Bangla Airlines
কিপটে বোলিংয়ে তাসকিনসহ সেরা পাঁচে আছেন যারা
চ্যাম্পিয়নস ট্রফি

কিপটে বোলিংয়ে তাসকিনসহ সেরা পাঁচে আছেন যারা

খেলা ডেস্ক

১১ মার্চ ২০২৫, ১৫:২৯

আলোচনার রব তুলেই অবশেষে পর্দা নামলো চ্যাম্পিয়নস ট্রফির। লাইমলাইটে থাকা আয়োজক দেশ পাকিস্তান শুরুতেই বিদায় নিয়েছে। নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে খেলতে না যাওয়া ভারত ‘স্বাগতিক দেশ’ হিসেবে সুবিধা পেয়েছে। আইসিসি থেকে পাওয়া সুবিধায় রোহিতদের অবস্থান দশে দশ। শিরোপা নিশ্চিত করেই তবে দুবাই ছেড়েছেন তারা।

রোহিতরা চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়নস ট্রফিতে প্রতিবেশী বাংলাদেশের অবস্থা মোটেও সুবিধাজনক ছিল না। তিন ম্যাচের দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। দুই-একজন রান পেলেও বাকিরা দলকে ডুবিয়েছেন। তবে ব্যাটারদের ব্যর্থতার মিছিলে উজ্জ্বল ছিলেন বোলাররা। নামমাত্র পুঁজিতে শেষ পর্যন্ত লড়াই করেছেন তাসকিন-নাহিদ রানা।

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন, বাকিদের অবস্থান কোথায়?

মাত্র দুই ম্যাচ বোলিং করে টুর্নামেন্টের কিপটে বোলিংয়ের তালিকায় জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। চ্যাম্পিয়নস ট্রফিতে অন্তত ১৫ ওভার বোলিং করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে কিপটে বোলিংয়ে তাসকিনের অবস্থান তৃতীয়। দুই ম্যাচে ১৬ ওভার বল করে মাত্র ৪ গড়ে ৬৪ রান দিয়েছেন এই বোলার।

কিপটে বোলিংয়ে সবার ওপরে আছেন পাকিস্তানের লেগস্পিন বোলার আবরার আহমেদ। ২০ ওভার বল করে এই তরুণ ওভার প্রতি ৩.৭৫ গড়ে রান খরচ করেছেন। আবরারের পরেই আছেন ভারতের নবীন ফাস্ট বোলার হার্ষিত রানা। টিম কম্বিনেশনের কারণে শুরুর দুই ম্যাচের পর আর জায়গা না পেলেও এই বোলার ৩.৯৭ গড়ে রান বিলিয়েছেন।

সুখবর পেলেন পিএসএলে দল না পাওয়া তাসকিন

কিপটে বোলিংয়ের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের স্টার বয় তাসকিন আহমেদ। উইকেট না পেলেও বল হাতে যথেষ্ট মিতব্যয়ী ছিলেন এই ডানহাতি। তাসকিনের পরে আছে কিউই অলরাউন্ডার মিচেল ব্রাসওয়েল। ৪.১০ ইকোনমিতে ৪৯ ওভার বল করেছেন তিনি। অবশ্য টুর্নামেন্টের সব ম্যাচ খেলা বোলারদের মধ্যে সবচেয়ে কম খরুচে ছিলেন এই বোলার।

মিতব্যয়ী বোলিংয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন অক্ষর প্যাটেল। ভারতীয় দলের ট্রাম্পকার্ড হিসেবে খেলা এই বাঁহাতি অলরাউন্ডার ৪৫ ওভার বল করে ওভার প্রতি খরচ করেছেন ৪.৩৫ রান।

এমআই