Advertisement
Us Bangla Airlines
ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন, বাকিদের অবস্থান কোথায়?

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন, বাকিদের অবস্থান কোথায়?

খেলা ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাটিং ব্যর্থতায় দলের ভরাডুবি। রান কোনোভাবেই আড়াইশতে পৌঁছাচ্ছে না। তবুও ছোট সংগ্রহে দলকে লড়াই করার পর্যায়ে নিয়ে গেছেন তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৬ রানে ১ উইকেট শিকার করেছেন এই ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ৭ ওভারে ২ মেডেনসহ ২৮ রানে পান আরও ১ উইকেট।

ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ানো তাসকিন এবার আইসিসি থেকেও পুরস্কার পেয়েছেন। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন এই বোলার। তাতে দীর্ঘ ১১ বছরের ক্যারিয়ারে প্রথমবার সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ছেলেদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আইসিসি।

সুখবর পেলেন পিএসএলে দল না পাওয়া তাসকিন

তাসকিনের সঙ্গে বাংলাদেশের হয়ে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাওহিদ হৃদয় এবং জাকের আলী। ভারতের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছিলেন তাওহিদ হৃদয়। তাতে ১৮ ধাপ এগিয়েছেন এই বোলার। বর্তমানে এই ব্যাটার ৬৪ নম্বরে অবস্থান করছেন। ভারতের ম্যাচে ৬৮ ও পরের ম্যাচে ৪৫ রান করে ৬৪ ধাপ এগিয়ে প্রথমবার একশর ভেতরে ঢুকেছেন জাকের আলী।

এই তিন ক্রিকেটার ছাড়া টাইগারদের বাকি খেলোয়াড়েরা র‌্যাঙ্কিংয়ে বেশ পিছিয়েছেন। কিউইদের বিপক্ষে ৭৭ রান করেও ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ৯ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে মুশফিকুর রহিম, ৭ ধাপ পিছিয়ে ৪৩ নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ, ৭ ধাপ পিছিয়ে ৭৫ নম্বরে রয়েছেন মেহেদি হাসান মিরাজ।

অভিষেক ম্যাচেই হৃদয়-জাকেরের ব্যাটে যত রেকর্ড

বোলারদের র‌্যাঙ্কিংয়ে তাসকিন অগ্রসর হলেও পিছিয়েছেন মিরাজ। চ্যাম্পিয়নস ট্রফির দুই ম্যাচে কোনো উইকেট না পাওয়ায় এই স্পিনার পিছিয়েছেন ৪ ধাপ। বর্তমানে তিনি তাসকিনের সঙ্গে যুগ্মভাবে ৩০ নম্বরে অবস্থান করছেন। এছাড়া আগের মতোই ৩৬ নম্বরে মুস্তাফিজুর রহমান।

এমআই