Advertisement
Us Bangla Airlines
কিপটে বোলিংয়ে বুমরার পরেই তাসকিন, তালিকায় আছেন যারা

কিপটে বোলিংয়ে বুমরার পরেই তাসকিন, তালিকায় আছেন যারা

খেলা ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪১

বিশ্বের অন্যতম সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। দিন বাড়তেই যেন প্রতিনিয়ত আরও ক্ষুরধার হয়ে উঠছেন এই বোলার। ক্রিকেটের তিন সংস্করণে যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম বুমরাহ। পরিসংখ্যানও বুমরার পক্ষে কথা বলে। তিন ফরম্যাট মিলিয়ে ৪৪৩ উইকেট শিকার করেছেন বুমরাহ, ইকোনমি ৩.৬৯।

ওয়ানডে ক্যারিয়ারে ৮৮ ইনিংস বল করা বুমরার ইকোনমি চক্ষু ছানাবড়ার মতো। ৭৬৩ ওভার বল করে ওভার প্রতি ৪.৫৯ গড়ে রান বিলিয়েছেন এই ফাস্ট বোলার। ২০২৩ সাল থেকে ওয়ানডেতে অন্তত ১০০ ওভার বল করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি বুমরার। প্রতি ওভারে মাত্র ৪.৪০ গড়ে রান খরচ করেছেন তিনি।

সুখবর পেলেন পিএসএলে দল না পাওয়া তাসকিন

কিপটে বোলিংয়ের তালিকায় ভারতীয় ফাস্ট বোলারের পরেই রয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। উইজেডেনের বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া টাইগার ফাস্ট বোলারের ওভার প্রতি ব্যয় করেছেন ৪.৯০ রান। এছাড়া সবশেষ দুই বছরে ২৭ ম্যাচে ৪১ উইকেট তুলেছেন টাইগারদের ফাস্ট বোলিং ইউনিটের দলপতি।

কিপটে বোলিংয়ের তালিকায় বুমরা-তাসকিনের পরেই আছেন নিউজিল্যান্ডের সবচেয়ে ধারাবাহিক ফাস্ট বোলার ম্যাট হেনরি। কিউই ফাস্ট বোলার আজকের ম্যাচ শুরুর আগে গত দুই বছরে ওভার প্রতি বিলিয়েছেন ৫.১ রান। এছাড়া প্রতি ওভার গড়ে ৫.২ রান বিলিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন কাগিসো রাবাদা এবং ক্রিস ওকস।

এমআই