Advertisement
Us Bangla Airlines
শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে যা বললেন তাসকিন-তানজিম

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে যা বললেন তাসকিন-তানজিম

খেলা ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫

চ্যাম্পিয়নস ট্রফির জ্বরে ভুগছে ক্রিকেট বিশ্ব। গতকাল শুরু হওয়া এই টুর্নামেন্টে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। নাম ও মানের বিচারে বাকিদের তুলনায় বাংলাদেশ পিছিয়ে থাকলেও কণ্ঠে বারবার শোনা গিয়েছে শিরোপা জেতার প্রত্যয়। দুবাইতে উড়াল দেওয়ার আগে প্রথম এই কথা বলেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ভারতের বিপক্ষে ম্যাচে নামের আগে গতকাল একই কথা শুনিয়েছেন বাংলাদেশ কাপ্তান। দুবাইয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমরা ট্রফি জয়ের কথা চিন্তা করতে পারি, কারণ আমাদের দলটি খুব ভালো। খুবই ভারসাম্যপূর্ণ দল আমাদের। যদি আমরা যথাযথ পরিকল্পনা করতে পারি ও নির্দিষ্ট দিনে বাস্তবায়ন করতে পারি, আমরা অবশ্যই ট্রফি জিততে পারি।’

শান্তের এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে হাসাহাসি, ভ্রুকুটি কিংবা ট্রল কম হচ্ছে না। আবার আরেক দল এমন উচ্চ আকাঙক্ষার স্বপ্নকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, বড় স্বপ্ন দেখতে না পারলে বাংলাদেশ বড় হবে কবে! এবার অধিনায়কের সুরে তাল মিলিয়ে বড় স্বপ্ন দেখার গল্প শুনিয়েছেন তাসকিন এবং তানজিম হাসান সাকিব।

শিরোপা জয়ের প্রত্যয়ে তাসকিন আহমেদ বলেন, ‘আমরা যদি ট্রফি জয়ের স্বপ্নই না দেখতে পারি, তাহলে জিতব কিভাবে? প্রতিটি পদক্ষেপে ক্রমেই আমরা উন্নতি করছি। আশা করি, এবার এটি হবে।’

একই গল্প শুনিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী সদস্য এবং তরুণ ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব। তিনি বলেন, ‘আমাদের জন্য সেটি হবে খুবই খুশির মুহূর্ত, কারণ আমাদের কোনো আন্তর্জাতিক ট্রফি নেই। আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি, আমাদের জন্য এটি হবে স্মরণীয় ও ঐতিহাসিক টুর্নামেন্ট।’

এমআই