
চ্যাম্পিয়নস ট্রফির আগে কেন দেশে ফিরলেন ভারতের বোলিং কোচ
খেলা ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫
রাত পোহালেই বেজে উঠবে চ্যাম্পিয়নস ট্রফির দামামা। এর একদিন পরেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ বাংলাদেশ। কিন্তু ম্যাচ শুরুর দুদিন আগে দুবাইয়ের ক্যাম্প ছেড়ে গেলেন ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল। এত বড় টুর্নামেন্টের আগে হুট করে কেন দেশে ফিরেছেন মর্কেল, তা নিয়ে ওঠেছে প্রশ্ন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় বাবা অ্যালবার্টের মৃত্যুর খবরে ক্যাম্প ছেড়ে গিয়েছেন ভারতের বোলিং কোচ। মর্কেল গতকাল ১৭ ফেব্রুয়ারির দলের অনুশীলন সেশনে অংশ নেননি। তিনি টুর্নামেন্টের সময় আবার ভারতীয় দলে যোগ দেবেন কি না, সেটাও এখন পর্যন্ত স্পষ্ট নয়।
ভারতের ফাস্ট বোলিং ইউনিটের সবচেয়ে বড় স্তম্ভ জাসপ্রিত বুমরাহ। কিন্তু ইনজুরির কারণে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকতে পারেননি তিনি। এবার অনিশ্চয়তায় ভুগছে দলটির বোলিং কোচের অংশগ্রহণ। ভারতের ক্যাম্পে শেষ পর্যন্ত যদি মর্নে মর্কেল অংশগ্রহণ করতে না পারেন, তবে বড় ধাক্কার মুখে পড়বে ভারতের পেস বোলিং বিভাগ।
বুমরার অনুপস্থিতিতে ভারতের ফাস্ট বোলারদের শক্তি কিছুটা হলেও কমে গিয়েছি। তবে অভিজ্ঞ মোহাম্মদ শামির পাশে অনেকটা তরুণ দুই মুখ আর্শদীপ সিং এবং হার্শিত রানা যেকোনো দলের পরীক্ষা নিতে সক্ষম। এছাড়া ফাস্ট বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও দলটির হয়ে বল হাতে দারুণ ভূমিকা পালন করেন।
বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। ২৩ তারিখের বিগ ম্যাচে গম্ভীর শিষ্যরা মুখোমুখি হবে পাকিস্তানের। এরপর বেশ একটা বিরতি পাচ্ছে ভারত। তাদের শেষ ম্যাচ ২ মার্চ, নিউজিল্যান্ডের বিপক্ষে।
এমআই