Advertisement
Us Bangla Airlines
সুর নরম করল বিসিসিআই, স্ত্রীদের দুবাই নিতে যে শর্ত পেল কোহলিরা

সুর নরম করল বিসিসিআই, স্ত্রীদের দুবাই নিতে যে শর্ত পেল কোহলিরা

খেলা ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩

বিদেশ সফরে স্ত্রী-বান্ধবীদের নিয়ে যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনকি ৪৫ দিনের কম সফরে স্ত্রীদের সাথে নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা পেয়েছে রোহিত-কোহলিরা। এদিকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল পর্যন্ত খেললে মাত্র ১৯ দিনের সফর হবে রোহিতদের। ফলে এই টুর্নামেন্টে স্ত্রীদের নিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না ভারতীয় ক্রিকেটারদের সামনে।

বিসিসিআইয়ের এমন কড়াকড়ি নিয়মের কারণে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এমনকি দলের জৈষ্ঠ্য ক্রিকেটারের অনুরোধেও বিসিসিআইয়ের মন গলেনি। তবে চ্যাম্পিয়নস ট্রফির শুরু হওয়ার আগে কোহলিদের জন্য কিছুটা সুর নরম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্দিষ্ট শর্ত মেনে স্ত্রীদের দুবাইয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, মাত্র এক ম্যাচের জন্য স্ত্রী-পরিবারকে পাশে পাওয়ার সুযোগ পাবেন কোহলিরা। তবে কোন ম্যাচের জন্য নিবেন, সেটা নির্বাচন করার সুযোগ থাকছে ক্রিকেটারদের সামনে। রোহিতদের লিখিত আবেদন এবং বোর্ডের অনুমোদনের ভিত্তিতে তাদের স্ত্রীরা দুবাই সফরে যেতে পারবেন।

এর আগে ভ্রমণনীতি নিয়ে কড়াকড়ি নিয়ম আরোপ করে বিসিসিআই। সংস্থাটির নতুন ভ্রমণনীতি অনুযায়ী, খেলোয়াড়েরা ৪৫ দিনের বেশি বিদেশ সফরে থাকলে প্রতি সিরিজে (সংস্করণ অনুযায়ী) একবার করে তারা জীবনসঙ্গী ও সন্তানদের সাহচর্য পেতে পারেন, সেটা সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত। এই নীতির বিচ্যুতির জন্য অবশ্যই কোচ, অধিনায়ক ও জিএম অপারেশনসের পূর্ব অনুমোদন লাগবে।

দুবাইয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলবে ভারত। ‘এ’ গ্রুপ থেকে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ এবং ২৩ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। ২ মার্চ শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

এমআই