Advertisement
Us Bangla Airlines
টিভিতে ডিপিএল দেখানো নিয়ে যে স্বস্তির গল্প শোনাল বিসিবি

টিভিতে ডিপিএল দেখানো নিয়ে যে স্বস্তির গল্প শোনাল বিসিবি

খেলা ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৩

ওয়ানডে সংস্করণে দেশের ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তর্কসাপেক্ষে, দেশি ক্রিকেটারদের কাছে বিপিএলের পরেই ডিপিএলের স্থান। এমনকি ঘরোয়া লিগে জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএলের পরে এই টুর্নামেন্টে খেলে থাকেন। কিন্তু এমন টুর্নামেন্ট দেশের কোনো টেলিভিশন এতদিন সম্প্রচার করেনি।

গেল কয়েক আসরে ডিপিএলের ম্যাচগুলো বিসিবির ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হলেও এটা নিয়ে দর্শকদের আক্ষেপের কমতি ছিল না। এবার সেই আক্ষেপের ইতি টানতে ডিপিএলের ২৭টি ম্যাচ সরাসরি টিভি চ্যানেলে সম্প্রচার করবে টি-স্পোর্টস। এমন উদ্যোগ আম্পায়ারদের স্বস্তির কারণ হতে পারে বলে মনে করছেন বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু। 

বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘যখন থার্ড আম্পায়ার থাকে না তখন তো সমস্যা হয়। এখন সরাসরি দেখাবে এটা ভালো। সবসময় আম্পায়ারদের নিয়ে একটা কথা হয় এবার কমবে সেটা আরো, সঙ্গে স্বস্তি।’ 

নতুন কোচের সামনে ভাঙা-গড়ার আবাহনী, যেমন হল মোহামেডান

এ বিষয়ে দেশি এক আম্পায়ার বলেন, ‘যত টেকনোলজি থাকবে তত আম্পায়ারদের বিতর্ক কম হবে। রান আউট বা স্ট্যাম্পিং গুলো যদি ঠিকঠাক দেখানো যায় তাহলে অনেকটায় বিতর্ক কমবে। দেশি আম্পায়ারদের কনফিডেন্ট এখন অন্য লেভেলে, সবাই বিপিএলে ভালো করেছে। সরাসরি খেলা দেখালে ভালো হবে আম্পায়ারদের জন্য।’ 

চলতি আসরে সর্বমোট ২৭টি ম্যাচ সম্প্রচারিত হবে টি-স্পোর্টসের টিভি চ্যানেলে। এছাড়া সবমিলিয়ে ৮৩ ম্যাচ দেখানো হবে টি-স্পোর্টসের ডিজিটাল প্লাটফর্মে। ডিপিএলের আসর বিবেচনায় যা বেশ বড় এক সংযোজন। 

এমআই