Advertisement
Us Bangla Airlines
বিপিএলের পর এবার ডিপিএলে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ

বিপিএলের পর এবার ডিপিএলে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ

খেলা ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪

ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পারিশ্রমিক ইস্যুতে সমালোচনা শুনেছে। এমনকি টাকা না পাওয়ায় টুর্নামেন্টটিতে প্রথমবারের মতো অনুশীলন বয়কট করেছে খেলোয়াড়েরা। এছাড়া দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংসের খেলোয়াড় থেকে কয়েক দফায় পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ শোনা গেছে।

বিপিএল শেষ হলেও এখনো পারিশ্রমিক ইস্যুর বিতর্ক কাটেনি। প্রতিশ্রুতি দিয়েও এখনো খেলোয়াড়দের পুরোপুরি টাকা পরিশোধ করেনি দুর্বার রাজশাহীর পর্ষদ। উল্টো অর্থ পরিশোধে আরও সময় চেয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল বিতর্ক না কাটতেই এর মাঝে শুরু হয়েছে ডিপিএল ইস্যু। এখানেও পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশি ওপেনার।

লাল-সবুজের জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলা মুনিম শাহরিয়ার ডিপিএলের দল পারর্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ করেছেন। ডিপিএলের ২০২৩-২৪ মৌসুমে পারর্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন মুনিম। আসর শেষ হয়েছে প্রায় বছর খানেক হয়ে গেছে। কিন্তু এখনো চুক্তির পুরো টাকা পাননি তিনি। 

এমনকি এতদিন পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে আসলেও এখন ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে সেই আশ্বাসটুকুও পাচ্ছেন না, এমনটাই দাবি করেছেন এই ক্রিকেটার। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে এ সংক্রান্ত তথ্য জানান মুনিম শাহরিয়ার। 

ফেসবুকে তিনি লেখেন, ‘প্রাথমিকভাবে (চুক্তির আগে) পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাজ্জাদ সাহেব এবং তার ছেলে জারিফের সঙ্গে আমার কথা হয়। সিজন শেষ হবার পূর্বেই আমার পারিশ্রমিক পরিশোধের বিষয়ে তারা প্রতিশ্রুতি দেন।’

‘খেলা চলাকালীন সময়ে ক্লাব কর্তৃপক্ষ পারিশ্রমিকের ৫০ শতাংশ পরিশোধ করে। সিজন শেষ হওয়ার পূর্বেই তাদের শতভাগ পারিশ্রমিক পরিশোধের কথা ছিল। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে প্রায় এক বছর হতে চললো; অথচ ক্লাব কর্তৃপক্ষ আমার বাকি ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেনি।’-যোগ করেন তিনি।

একাধিকবার পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রতি দিলেও তা ভঙ্গ করেছে ক্লাব কর্তৃপক্ষ। মুনিম বলেন, ‘গত এক বছরে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সাজ্জাদ সাহেব আমাকে ১০ থেকে ১২ টি তারিখ দিয়েছেন, তবুও টাকা পরিশোধ করেননি তিনি।’

এমআই