
কোচ তালহা জুবায়েরের দলে যেন তারুণ্যের মিলনমেলা
খেলা ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৮
বিপিএলের ঢামাঢোল শেষ। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। এর মাঝে ঘরোয়া লিগে ওয়ানডে সংস্করণের সবচেয়ে বড় আসরের দামামা বাজছে। আগামী মাসের প্রথম সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। ডিপিএলকে ঘিরে ইতোমধ্যে স্কোয়াড সাজাতে ব্যস্ত দলগুলো।
এর আগে চলতি মাসের শেষদিকে আনুষ্ঠানিক দলবদল সারবে দলগুলো। তবে দলবদলের আগেই দল গোছাতে শুরু করেছে প্রাইম ব্যাংক। ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে লম্বা সময় প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে জাতীয় দলের কোচ হওয়ায় এবার তাকে পাচ্ছে না ক্লাবটি।
সালাউদ্দিনের পরিবর্তে দলটির প্রধান কোচ হিসেবে থাকবেন তালহা জুবায়ের। বিপিএল দিয়ে বেশ সুনাম কুড়ানো এই কোচ ইতোমধ্যে দলে এক ঝাঁক তারকা ক্রিকেটার ভিড়িয়েছে। যে তালিকায় আছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদের মতো পেসার। আছেন ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া লেগ স্পিনার রিশাদ হোসেনও।
এছাড়া জাতীয় দলে খেলা নাঈম শেখ, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, শামীম হোসেন পাটোয়ারী, আরাফাত সানি ও নাজমুল ইসলাম অপুর মতো ক্রিকেটাররাও এই দলে খেলবেন। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ সাব্বির হোসেন, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, নাহিদুল ইসলামদের সঙ্গেও চুক্তি সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক।
তালহা জুবায়েরের সঙ্গে দলটির কোচিং স্টাফেও রয়েছে নতুনত্ব। কোচ হিসেবে রয়েছেন মোহাম্মদ সেলিমও। ট্রেনার হিসেবে থাকবেন মোর্শেদ হাসান সিজার। ফিজিওর দায়িত্ব সামলাবেন জয়।
এমআই