Advertisement
Us Bangla Airlines
নতুন কোচের সামনে ভাঙা-গড়ার আবাহনী, যেমন হল মোহামেডান

নতুন কোচের সামনে ভাঙা-গড়ার আবাহনী, যেমন হল মোহামেডান

খেলা ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫২

আবাহনী ক্লাবের ক্রিকেট সংস্করণ মানেই খালেদ মাহমুদ সুজনের রাজত্ব। দীর্ঘ এক যুগ এই ক্লাবের হয়েই প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক বিসিবি পরিচালক। তবে দেশে ক্ষমতার পালাবদলের সাথে সুজনের রাজত্বেও এসেছে পরিবর্তন। নতুন করে দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার।

আবাহনী ক্রিকেট ক্লাব মানেই যেন মিনি জাতীয় দল। তবে কোচ পরিবর্তনের মৌসুমে দলটি থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের এক ঝাঁক তারকা। লিটন দাস, নাইম শেখ, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, সাইফউদ্দিন ও তানজিম সাকিবসহ এক ঝাঁক নামী ও প্রতিষ্ঠিত ক্রিকেটার ইতোমধ্যেই আবাহনী ছেড়ে নতুন দলে যোগ দিয়েছেন।

ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার আবাহনীকে ভিন্ন রূপে দেখা যাবে। কিছু তারকা ক্রিকেটার দল ছাড়লেও আবাহনীতে আগামী মৌসুমে থেকে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানারা। এছাড়া মোহাম্মদ মিথুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, মেহেরব হোসাইন অহিন, রিপন মন্ডল, আনামুল হক, আফিফ হোসেনকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।

এছাড়া মেহেদী হাসান, শাহরিয়ার কমল, নাঈমুর রহমান নয়ন, শামসুল অনিকরাও রয়েছেন দলে। ক্রিকেটারদের পাশপাশি দলের ট্রেনার হিসেবে থাকছেন ইফতেখার ইফতি। ফিজিও হিসেবে দলটিতে কাজ করবেন মোসাদ্দেদ সানি। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের ৩ তারিখ ডিপিএলের পর্দা ওঠবে।

এদিকে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডান এবার তারকানির্ভর দল গড়েছে। অভিজ্ঞ তিন ক্রিকেটার তামিম, মুশফিক আর মাহমুদউল্লাহ এবার একসঙ্গে মোহামেডানে খেলবেন। এছাড়া তাওহিদ হৃদয় ও মোহাম্মদ সাইফউদ্দিনও প্রথমবারের মতো সাদা-কালো জার্সি গায়ে চাপাবেন।

এমআই