Advertisement
Us Bangla Airlines
আবাহনী ছেড়ে কোথায় যাচ্ছেন সুজন?

আবাহনী ছেড়ে কোথায় যাচ্ছেন সুজন?

খেলা ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪

ট্রফি ও নামের বিচারে ঘরোয়া লিগের অন্যতম সেরা ক্লাব আবাহনী। ১৯৭২ সালে ইকবাল স্পোর্টিং ক্লাব নাম পরিবর্তন করে আবাহনী ক্রীড়াচক্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ২৩বার শিরোপা জিতেছে আবাহনী ক্রিকেট ক্লাব। এরমধ্যে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর জিতেছে ৬ বার। সবশেষ মৌসুমে ১৬ ম্যাচে ১৬ জয় নিয়ে নিজেদের ঘরেই ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা রেখেছিল আবাহনীর ক্রিকেটাররা।

গেল কয়েক আসর ধরে জাতীয় দলের তরুণ ক্রিকেটারদের নিয়েই দল গড়েছিল আবাহনী ক্রিকেট ক্লাব। ক্লাবটির একাদশ দেখলে ‘মিনি ন্যাশনাল টিম’ বলতে বাধ্য হবেন সবাই। ঐতিহ্যবাহী ক্লাবটির এমন দল গঠনের পেছনে মূল কারিগর জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজন। গুঞ্জন রয়েছে, জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর একাই পুরো দলটি গোছাতেন।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল বছর আবাহনী ক্লাবটি হামলা ও লুটপাটের শিকার হয়েছে। এছাড়া ক্লাবটির শীর্ষ কর্মকর্তাদের অনেকেই গা ঢাকা দিয়েছেন। এর মাঝে বড় খবর হলো, প্রায় এক যুগ পর প্রধান কোচ পরিবর্তন করেছে ক্রিকেট ক্লাবটি। ২০১৬ সালে আবাহনীর কোচিং প্যানেলে যোগ দেওয়া খালেদ মাহমুদ সুজনকে আর রাখছে না তারা। সুজনের পরিবর্তে দলটির হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার।

বিপিএলের ঢামাঢোলের মাঝে গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে নিজেদের প্রধান কোচ পরিবর্তনের বিষয়টি জানিয়েছে আবাহনী। সেখানে হান্নান সরকারের ছবি দিয়ে ক্লাবটি জানায়, ‘আমাদের নতুন কোচ, আমাদের নতুন আশার আলো। স্বাগতম, হান্নান সরকার!’ বিসিবির এই নির্বাচককে নিয়োগ দেওয়ার আলোচনায় এসেছেন খালেদ মাহমুদ সুজন। আবাহনীকে নিজের ঘরে পরিণত করা এই কোচ তাহলে কোথায় যাচ্ছেন?

জানা গেছে, দীর্ঘ এক যুগের আবাহনী ছেড়ে গুলশান ক্রিকেট ক্লাবে প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন খালেদ মাহমুদ সুজন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি নিজেই। দলটির কোচিং করানোর বিষয়ে খালেদ মাহমুদ বলেন, ‘গুলশান ইয়ুথ অনেক দিন পর প্রিমিয়ার ক্রিকেট খেলবে। দলটির অধিকাংশ ক্রিকেটার তরুণ। তারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। আমিও সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’

উল্লেখ্য, আবাহনীর কোচ হিসেবে সুজনের সাফল্য আকাশছোঁয়া। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ১১ আসরে আবাহনীকে ৮বার শিরোপা জিতিয়েছেন খালেদ মাহমুদ সুজন। এছাড়া শেষ ৪ লিগে তিনবার ট্রফি বিজয়ী আবাহনীর কোচও ছিলেন সুজন। আবাহনী ছাড়াও ওল্ড ডিওএইচএস, প্রাইম ব্যাংক, শাইন পুকুরকেও কোচিং করিয়েছেন বিসিবির সাবেক পরিচালক। পাশাপাশি জাতীয় দলেও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার।

এমআই