Advertisement
Us Bangla Airlines
বিপিএল ট্রফি নিয়ে যেদিন বরিশালে যাচ্ছেন তামিমরা

বিপিএল ট্রফি নিয়ে যেদিন বরিশালে যাচ্ছেন তামিমরা

খেলা ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। এরপর ট্রফি নিয়ে বরিশালে যাওয়ার কথা ছিল দলটির। কিন্তু শেষ পর্যন্ত নানান কারণে যাওয়া হয়নি। এবারও চ্যাম্পিয়ন হওয়ার আগে বরিশালে ট্রফি-ট্যুরের ঘোষণা দিয়েছিলেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। গতকাল শুক্রবার চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বরিশাল। 

রেকর্ডগড়া জয়ের পর বরিশালে ট্রফি নিয়ে যাওয়ার দিন-তারিখ জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। সব ঠিক থাকলে রোববার (৯ ফেব্রুয়ারি) ট্রফি নিয়ে বরিশালে পা রাখার কথা রয়েছে তামিম-রিয়াদদের। গতকাল ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক। 

ট্রফি নিয়ে বরিশালে যাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (ফেব্রুয়ারি) আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পাবেন।’

রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বরিশাল

চ্যাম্পিয়ন হয়ে মালিকের প্রশংসায় মেতেছেন বরিশাল অধিনায়ক। তিনি বলেন, ‘অবিশ্বাস্য (আবারও জিতলাম)। আমি মালিককে ধন্যবাদ দেবো। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’

চ্যাম্পিয়ন বরিশালের সতীর্থদের কৃতিত্ব দিয়ে তামিম ইকবাল বলেছেন, ‘আমাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিল। আমার রিশাদ (হোসেন), (তাওহীদ) হৃদয়, (নাজমুল হোসেন) শান্তদের মতো তরুণরা ছিল। আরিফুল হকের মতো তরুণকে খেলাতে পারিনি, এজন্য আমি হতাশ। খেললে আমরা বড় আরেক তারকা দেখতাম।’

এমআই