Advertisement
Us Bangla Airlines
ফাইনাল ম্যাচে ‘নায়ক’ ছাড়াই মাঠে চিটাগং কিংস

ফাইনাল ম্যাচে ‘নায়ক’ ছাড়াই মাঠে চিটাগং কিংস

খেলা ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২০

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের হয়ে নায়ক বনে গিয়েছিলেন আলিস আল ইসলাম। খুলনার বিপক্ষে সেই ম্যাচে ব্যাট হাতে সবার নজর কেড়েছিলেন তিনি। এমনকি শেষ বলে ৪ রান করার সমীকরণে বাউন্ডারি হাঁকিয়ে কিংসদের ফাইনালে তুলেছিলেন এই ডানহাতি। কিন্তু শিরোপা নির্ধারণের ম্যাচে আলিসকে ছাড়াই মাঠে নেমেছে বন্দর নগরীর দলটি।

বিপিএলে সেরা ১০ বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন ইকোনমি আলিসের। এমনকি দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলার। এমন অভিজ্ঞ খেলোয়াড়কে ইনজুরির কারণে ফাইনালে ম্যাচে পাচ্ছে না চিটাগং। কারণ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ ওভারে রান নিতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। এরপর আর ফিট হতে পারেননি আলিস।

আলিস আল ইসলামের চলতি আসরটা ফাইনালের আগে পর্যন্ত ছিল দুর্দান্ত। ১৩ ম্যাচ থেকে পেয়েছিলেন ১৫ উইকেট। প্রতি ২১ রানের বিপরীতে পেয়েছেন একটি করে উইকেট। ব্যাট হাতে লোয়ার অর্ডারেও রেখেছেন ভূমিকা। তবে বোলার আলিসকেই বেশি মিস করবে চিটাগাং কিংস। সেটা একপ্রকার অবধারিত।

এদিকে আলিসের পরিবর্তে দলটিতে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার নাইম ইসলাম। 

ফাইনালে চিটাগং কিংসের একাদশ

খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হুসাইন তালাত, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।

এমআই