
ফাইনালের আগে বরিশালের ডেরায় নতুন বিদেশি তারকা
খেলা ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৬
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হেসেখেলেই হারিয়েছিল ফরচুন বরিশাল। তাতে সরাসরি ফাইনালে ওঠল বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নিজেদের শক্তি আরও বাড়াতে চায় তামিম ইকবালের দল। তাতেই ফাইনালের আগে কিউই তারকা অলরাউন্ডার জিমি নিশামকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।
বিপিএল খেলতে জিমি নিশাম যে বাংলাদেশে আসছেন, সেটা তিনি নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন। তবে কোন দলের হয়ে খেলতে আসছেন, তা জানাননি এই কিউই তারকা। অবশেষে গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে নিশামের বিষয়টি নিশ্চিত করেছে বরিশালের মালিক ও ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান।
ম্যাচ শেষে গণমাধ্যমের সাথে তিনি বলেন, ‘নিশাম বরিশালে যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছেন। ইতোমধ্যে (গতকাল) তিনি বিমানে অবস্থান করছেন। আগামীকাল (আজ) সকালে তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন এবং দলের সঙ্গে যোগ দিবেন।’
দক্ষিণ আফ্রিকার এসএ ২০ টুর্নামেন্টে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। কিন্তু তাঁর দল কোয়ালিফাই না করায় বিপিএলে খেলতে এসেছেন তিনি। আগামীকাল ৫ ফেব্রুয়ারি খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের মধ্যেকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ৭ ফেব্রুয়ারির গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল। সেই ম্যাচেই খেলবেন জিমি নিশাম।
এমআই