Advertisement
Us Bangla Airlines
১৫২ বছরের ইতিহাসে এমন বোলিং আগে দেখেনি কেউ!

১৫২ বছরের ইতিহাসে এমন বোলিং আগে দেখেনি কেউ!

খেলা ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৫, ১৬:১১

ভারতের জাতীয় দলে গত এক বছর ধরে অনুপস্থিত পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়ানে টেস্ট ম্যাচ খেলেছিলেন এই ডানহাতি। জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়াতে নিয়মিত মুখ শার্দুল। এবার রঞ্জি ট্রফিতে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মহারাষ্ট্রের সন্তান। 

মুম্বাইয়ের জার্সিতে আগের ম্যাচে জাম্মু-কাশ্মিরের বিপক্ষে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেছিলেন শার্দুল। এবার মেঘালয়ের বিপক্ষে বল হাতে করেছেন হ্যাটট্রিক। এদিন তার বোলিং তোপে মাত্র ২ রান তুলতেই আউট হয়েছেন প্রতিপক্ষের ৬ ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫২ বছরের ইতিহাসে এত অল্প ৬ উইকেট হারানোর ঘটনা এবারই প্রথম।

ইনিংসের প্রথম ওভারেই মেঘালয়ের ব্যাটার নিশান্তা চক্রবর্তীকে সাজঘরে ফেরান শার্দুল। এরপর তৃতীয় ওভারে এসে তুলে নেন হ্যাটট্রিক। তৃতীয় ওভারের শেষ তিন বলে সাজঘরে ফেরান বালচান্দার অনিরুধ, সুমিত কুমার ও জাসকিরাত সিংকে। এই চার ব্যাটারের সবাই ডাক খেয়েছেন।

চলমান রঞ্জিতে মুম্বাইয়ের হয়ে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিকের এই কীর্তি গড়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সেও ১৫২ বছরের মধ্যে সবচেয়ে কম রানে প্রথম ৬ উইকেট হারিয়েছে মেঘালয়। 

এর আগে ১৮৭২ সালে লর্ডসে শূন্য রানে ৬ ব্যাটার সাজঘরে ফিরেছিল। যা এখন পর্যন্ত সবচেয়ে কম রানে ৬ উইকেট হারানোর রেকর্ড। তারও আগে ৩ রানে ৬ উইকেট পড়তে দেখা গিয়েছিল ১৮৬৭ সালে। আর ভারতের মাটিতে ৪ রানে ৬ উইকেট হারিয়েছিল ১৩৪৮ ও ১৯৬৩ সালে।

এমআই