
বরিশালকে দুঃসংবাদ দিলেন ২ বিদেশি, সুখবর জানালেন ১ জন
খেলা ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩
বিপিএলে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখার লক্ষ্যে চলতি মৌসুমেও ড্রাফট থেকে মোটামুটি গুছিয়ে নেমেছে তামিম ইকবালের দল। এমনকি শাহিন আফ্রিদির মতো তারকাকেও খেলিয়েছে বরিশালের দলটি। তবুও চ্যাম্পিয়ন হওয়ার ধারা অব্যাহত রাখতে শেষবেলায় আরও কিছু বিদেশি ভেড়ানোর গল্প শুনিয়েছিল বরিশালের মালিক মিজানুর রহমান।
এর মধ্যে রাউন্ড রবিন পর্বেই কিউই পেসার অ্যাডাম মিলনেকে দলে ভেড়ানোর কথা জানিয়েছিল ফরচুন বরিশাল। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে মিলনকে দলে টানার কথা নিশ্চিত করেছিল দলটি। কিন্তু শেষবেলায় এসে দুঃসংবাদ শোনালো বরিশাল। মিলনেকে এবারের বিপিএলে পাচ্ছে না তামিম ইকবালের দল। কোয়ালিফায়ারের আগে বরিশালের জন্য নিঃসন্দেহে এটি একটি দুঃসংবাদ।
বরিশালকে খারাপ খবর শুনিয়েছেন আরেক বিদেশি ক্রিকেটার। আফগানিস্তানের স্পিনার নুর আহমেদের বরিশালের শিবিরে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনিও দলটির সাথে যোগ দিচ্ছেন না। এর কারণও সহজ। দুবাইয়ের আইএল টি-২০ টুর্নামেন্টে বর্তমানে এই দুই ক্রিকেটার ব্যস্ত সময় কাটাচ্ছেন। টুর্নামেন্টটিতে নিজেদের দল কোয়ালিফাই করায় দুজনেই বিপিএল মিস করবেন।
দুবাইয়ের টুর্নামেন্টটিতে কোয়ালিফাই করতে পারেনি আবুধাবি নাইট রাইডার্স। এ দলের স্কোয়াডে ছিলেন চলতি বিপিএলে বরিশালের হয়ে খেলা ক্যারিবিয়ান কাইল মায়ার্স। ফলে বিপিএলে পুনরায় বরিশালের ডেরায় যোগ দিয়েছেন তিনি।
চলতি বিপিএলে এখন পর্যন্ত দুর্দান্ত খেলেছে ফরচুন বরিশাল। রবিন রাউন্ড পর্বে ১২ ম্যাচের ৯টাই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে কোয়ালিফায়ার-১ খেলার সুযোগ পাচ্ছে দলটি। আজ সন্ধ্যায় চিটাগং কিংসের বিপক্ষে খেলতে নামবে দলটি। যদিও গ্রুপ পর্বের সবশেষ দেখায় মিথুনদের বিপক্ষে হেরেছিল তামিম ইকবালের দল।
এমআই