
বিপিএলের উন্নতিতে সৎ ক্রিকেট সংগঠক চান তামিম
খেলা ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৪
বিপিএলের একাদশ আসরের মাত্র এক ম্যাচ বাকি। আগামীকাল চিটাগং-বরিশালের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে বিপিএলের এবারের আসরের পর্দা নামবে। তবে পরিবর্তনের স্লোগান নিয়ে শুরু হওয়া এবারের আসর শেষ হচ্ছে সমালোচনা দিয়ে। পারিশ্রমিক ইস্যু, ফিক্সিং গুঞ্জনে একাধিকবার শিরোনাম হয়েছে একাদশ আসর। এবার ফাইনালের আগে বিপিএলের সমালোচনায় মাতলেন তামিম ইকবাল।
তামিমের মতে, বিপিএলের উন্নতিতে সবার আগে প্রয়োজন একজন সৎ সংগঠক। দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কোনো ক্রিকেট সংগঠক সৎ না হলে বরিশাল অধিনায়কের কাছে তা মূল্যহীন। মিরপুর শেরেবাংলায় আগামীকাল ফাইনালে মুখোমুখি হওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল এসব কথা বলেন।
বিপিএলের উন্নতি প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় ভবিষ্যতে এই টুর্নামেন্টকে ভালো করতে আসলেই কী কী দরকার, তা হলো, যোগ্য মানুষগুলোর সঠিক নির্দেশনায় কাজ করা উচিত। আপনার ৫০ বছরের অভিজ্ঞতা থাকতে পারে। তবে আপনার উদ্দেশ্য যদি সৎ না হয়, সেই ৫০ বছর অভিজ্ঞতার কোনো মূল্য থাকে না।’
বরিশালের অধিনায়ক বলেন, ‘ক্রিকেট সংগঠক বলে একটা কথা আছে। ৩০ বছর ধরে দায়িত্বে আছেন। অথচ বাংলাদেশের ক্রিকেট তলানিতে নামছে। সেই ৩০ বছরের অভিজ্ঞতার কোনো মূল্য নেই আমার কাছে। নতুন চিন্তাভাবনা আছে, এমন কাউকে আনা উচিত। তিনি সংগঠক হোক। তাই আসল জায়গায় সৎ ব্যক্তি থাকা গুরুত্বপূর্ণ।’
এদিকে চলতি বিপিএলের শুরুতে কোনো ‘ক্যাপ্টেনস মিট’ আয়োজন করেনি বিসিবি। এমনকি ফাইনাল ম্যাচের আগেও অধিনায়কের ফটোসেশনের কোনো আয়োজন নেই। এ বিষয়ে বিসিবির পরিকল্পনার অভাব দেখছেন তামিম ইকবাল।
ফটোসেশন প্রসঙ্গে তামিম বলেন, ‘ফটোসেশন ইস্যুতে আমাদের দোষ আছে। এই জিনিসটা যদি আরও ভালোভাবে পরিকল্পনা করা যায়...আমি যে কারণে যাইনি কারণ, তার আগের রাতে আমি সেমিফাইনাল খেলেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার সেখানে যাওয়া অসম্ভব ছিল। আমি নিশ্চিত, এটা হলে ভালো হতো। তবে ওই পরিকল্পনা যদি আগে থেকে জানা থাকে, যে দল ফাইনালে যাবে, পরিকল্পনাটা এমন। এটা খুব গুছিয়ে আয়োজন করা যেত।’
এমআই