
বিপিএলে আর থাকতে চান না বরিশালের মালিক, কারণ কী?
খেলা ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত মৌসুমের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবারের আসরে ফাইনালে পৌঁছেছে দলটি। এ নিয়ে সবশেষ চার আসরের তিনবারই ফাইনালে ওঠল ফরচুন বরিশাল। বিপিএলে এত সাফল্য অর্জনের পরেও আগামী আসর থেকে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন দলটির মালিক মিজানুর রহমান।
বিপিএলে মিজানুর রহমানের না থাকার কারণ অবশ্য বিপিএলের অনিয়ম বিতর্ক। পারিশ্রমিক বকেয়া, স্পট ফিক্সিংসহ নানা অনিয়মের কারণে শিরোনামে এসেছে চলতি বিপিএল। ফিক্সিং নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু দেখা না গেলেও পারিশ্রমিক ইস্যুতে বিপিএলকে বেশ বিতর্কিত করেছে দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস।
বিতর্কিত এসব কাণ্ডের জন্য বিসিবিকে কঠিন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। এমনকি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এসব কাজের জন্য যথাযথ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তবে এসব ঘটনার যথাযথ বিচার না হলে বিপিএলে তাঁর মতো মানুষেরা থাকবেন না বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।
বিপিএলের ফিক্সিং ইস্যু নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিজানুর রহমান বলেন, ‘এটা কোনো কথা হতে পারে না। আমরা চাচ্ছি যে এটার বিচার হোক ও তারা শাস্তি পাক। এটা যদি না করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে, সে যত বড় মানের খেলোয়াড়ই হোক, যত বড় মানের ফ্র্যাঞ্চাইজিই হোক না কেন।’
ফিক্সিংয়ের বিচার না হলে বরিশাল মালিক বিপিএলে থাকবে না জানিয়ে তিনি বলেন, ‘এটার বিচার না হলে আমাদের মতো মানুষ আর বিপিএলে থাকবে না। একেবারে সোজা কথা। কারণ আমাদের বাড়ি বিক্রি করে খেলা চালাতে হয়, আর অন্যরা খেলা চালায় ফিক্সিং করে।’
যা হয়েছে, তাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, ‘যা হয়েছে এমনটা হওয়া উচিত হয়নি। কাউকে দল দেওয়ার সময় দেখা উচিত ছিল তার সামর্থ্য আছে কি না। এটা নিয়ে আসলে কথা বলারও ইচ্ছা নেই, খুবই লজ্জাজনক ঘটনা। এর প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। বরিশালের কাছে কোনো বিদেশি খেলোয়াড় অন্তত অগ্রিম টাকা চায়নি। এবার চেয়েছে। বুঝতেই পারছেন বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ হয়েছে।’
এমআই